হ্যালো ডাক্তার-৪
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৩ মে, ২০১৪, ০৭:৪১:৪১ সকাল
হ্যালো ডাক্তার-৪
আপনার মায়ের অসুখ তাই রাত তিনটায় আপনি ডাক্তারের বাসায় কড়া নাড়লেন। রাত দশটা পর্যন্ত চেম্বার করে কোন মতে ক্লান্ত শরীরে বাসায় ঢুকেছেন রাত ১২ টায় সেই ডাক্তার। রাতের খাওয়া খেয়ে ঘুমিয়েছেন রাত ১ টায়। রাত তিনটায় আপনি ডাক দিলেন আপনার মায়ের অসুখ বলে। বেচারা ডাক্তার আধঘুমে ছুটে চলেন আপনার বাসায়। তবুও ডাক্তার কসাই!!! আসলে সত্যি কথা হল
"কে যে কখন কার পিছনেতে বুঝিনা কে খাটি
আসলে সবাই সবার পিছনেতে সবার হাতেই লাঠি।"
জীবনের সব সময় কষ্ট করতে মন চায় না। ডাক্তাররাও তেমন। সবাই বুড়ো বয়সে একটু সুখ পেতে চায়। সবাই ফিউচারের নিশ্চিন্ত জীবনের খোজ করে।তাই তরুন ডাক্তাররাও ছুটে চলে নিরন্তর। আপনি মনে করেন অনেক টাকা। আসলে যে ডাক্তার যে এলাকাতে খুব পরিচিত বা যে ডাক্তারের নাম ডাক বেশী তারই পেশেন্ট বেশী। গুটি কয়েক ডাক্তারের ইনকাম বেশী। বেশীরভাগ ডাক্তারেরই ইনকাম নরমাল। আপনি শুধু রঙ্গিন চশমা পড়ে আছেন দেখেননা। শুধু ইনকাম করে জমায়? আসলে না! পড়ার জন্যে বই কিনতে টাকা যায়। স্টেটাস মেইটেইন করতে টাকা চলে যায়। পরীক্ষা দিতে ট্রেনিং নিতে টাকা যায়। ইনস্ট্রুমেন্ট কিনতে টাকা যায়। এভাবে চলে যায় পরিশ্রমের টাকা। তবুও তারা কসাই!
এতই যদি টাকার কুমীর হয় তবে কয়জন ডাক্তার ইকোনোমিকেলী সমাজ ডমিনেট করে??
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন