কারাদোকানে গেলাম জিনিস কিনতে...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৭ জানুয়ারি, ২০১৩, ০১:৫৬:৪৬ দুপুর

কারাদোকানে গেলাম জিনিস কিনতে।

ওখানে আইটেমের নাম বলে টাকা দিলে ওরা ভেতরে পৌঁছে দেয়।

কিন্ত কারারক্ষীরা কনফিউজড,

যে সেলের নাম বলছি তাতে তো কেউ কোন দিন থাকে নি!

এবার আমার পালা, আমি তাদের বিস্মিত করলাম।

বললাম, এতো লোক ধরেছে, তাদের রাখার জায়গা নেই,

ভিআইপি সেলগুলতেই ওরা আছে!

সোমবার শুনানি, জামিন হবে না নিশ্চিত,

সরকারের সুস্পষ্ট নির্দেশ, কোন জামিন হবে না।

আমাদের মনে করে আলাদা মানুষ,

শিবির মানুষ, আমাদের ডিএনএ হয়তো আলাদা,

সবকিছুইতেই আমরা আলাদা,

আল্লাহ জানেন, আমরা আসলেই কত আলাদা,

এই কুকুরগুলোর চেয়ে আমরা কত্ত আলাদা।

হ্যাঁ, আমি একজন শিবির, গর্বিত শিবির,

তারুণ্যের শৌর্য্যে আর শক্তিতে বলিয়ান শিবির,

জনশক্তির সাহসী বাণীতে সতেজ শিবির,

বাবা-মার চোখের পানিতে পরিচ্ছন্ন শিবির,

আদালতের অবিচারের সামনে নিরুত্তর,

ক্ষমতাহীন ধৈর্য্যশীল শিবির,

পুলিশের চোখ রাঙ্গানির সামনে অকুতোভয় শিবির,

কলেজের সবার সামনে লীগ কর্তৃক নিগৃহীত শিবির,

জান্নাতের আকাঙ্খায় উন্মাদ শিবির।

আল্লাহ এই জালিমদের হেদায়েত দিন।

সামর্থ হলে একদিন এই জানোয়ারদের দেখিয়ে দেব,

মনুষ্যত্বের অপর দিকটি,

সেই দিনের অপেক্ষায়।

এক ভাইয়ের ফেইসবুক স্টেটাস থেকে>>>

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File