আজ প্রভাতে শিবির বিরহে ভোগছি...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৩ মে, ২০১৪, ০৮:২০:০৭ সকাল

আজ প্রভাতে শিবির বিরহে ভোগছি...

--শিবির কারো উপকার করতে পারুক আর না পারুক লক্ষ লক্ষ পরোপকারী মানসিকতার যুবক তৈরী করেছে।

--শিবির ইসলামের প্রতি, চরিত্রগঠনের প্রতি যুবকদের আগ্রহ তৈরী করতে সক্ষম হয়েছে।

--শিবির যুবকদের পাঠ্যাভ্যাস তৈরী করতে আপ্রান চেষ্টা করে সফল হয়েছে

--যেখানে সাধারন ছেলেরা হাইস্কুলে উঠলেই কুরআন জানেনা বলতে লজ্জা পায়.. কুরআন পড়তে লজ্জা পায়

সেখানে শিবির কুরআন পড়াটাকে সম্মানের গর্বের এই সংস্কৃতিকে জোড়ালো করতে পেরেছে

-- প্রতিটি শিবিরের পড়ার টেবিলে কুরআন হাদীস শোভা পায়।

--শিবির ছাত্রদের আত্ববিশ্বাস চাঙ্গা করে, সৎসঙ্গে রেখে সৎগুনাবলীর বিকাশে সহায়তা করে,দেশের প্রতিরক্ষার জন্যে মানসিকতা তৈরী করে, অন্যায়ের বিপক্ষে দাড়ানোর জন্যে সাহস তৈরী করে।

--শিবির কাজ করিয়ে করিয়ে নেতৃত্বের যোগ্যতা বিকাশ করে। লার্নিং বাই ডুয়িং টাইপ।

-- শিবির বিশ্বমুসলিম তথা বিশ্বমানবতাকে নিয়ে ভাবতে শিখায়।

-- শিবির সমাজের জন্যে ছাত্রের কি করা দরকার তার ব্রেইন স্টর্মিং করায়। ক্রিয়েটিভিটি তৈরী করে।আউটপুট অরিয়েন্টেড বা রেজাল্ট অরিয়েন্টেড কাজ শিখায়।

-- শিবির পরিকল্পনা নিতে শিখায়, চাপ নিয়ে কাজ করতে পারার যোগ্যতা বিকাশ করে, পরিস্থিতি হ্যন্ডলিংয়ের মানসিকতা তৈরী করে। সুসময়ে বিনয়ী হতে শিখায়। কঠিন সময়ে বিরোধীকে বীরপূরুষের মত মোকাবেলার গুন বিকাশ করে।

--শিবির ম্যানার শিখায়, ভাল ব্যবহার শিখায়, উদারতা শিখায়, মায়ামমতা, ভালবাসা, প্রেম শিখায়। শিবির তার সীমাবদ্ধ সম্পদে সার্ভিসও শিখায়।

-- শিবির শৃঙ্খলা শিখায়, নিয়মানুবর্তিতা শিখায়, ইসলামী ভ্রাতৃত্বের সবোর্ৎকৃষ্ট গুন "আমাদের ভাই" বলতে শিখায়। সবাইকে "আমার" ভাবতে শিখায়।

-- শিবির পরকালমুখী জীবন তৈরী করে। স্বার্থপরতা দুর করে।

-- শিবির সাংসারিক জীবনের জন্যে সকল প্রেমকে ইনটেক রাখে।

--শিবির নির্ভরতার প্রতীক। বিশ্বস্ততার প্রতীক। দৃঢ়তার প্রতীক। শিবির ঝলমলে তারুন্য এক অনন্য বীরত্ব গাঁথা। --শিবির রক্তস্নাত পবিত্র এক নাম। শিবির এক চরম ভ্রুকুটি।

-- শিবির নির্যাতিত নিষ্পেষিত মানুষের সাক্ষাৎ খোদায়ী রাহমাত খোদায়ী উপহার।

--শিবির টগবগে ফুটতে থাকা ইসলামী আবেগ।

-- শিবির ধর্মবর্ন নির্বিশেষে মানবতার জয়গান বিজযোল্লাস।

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220921
১৩ মে ২০১৪ সকাল ০৯:৩০
অমেদুল ইসলাম লিখেছেন : ভালো লাগল। চালিয়ে যান....
221035
১৩ মে ২০১৪ দুপুর ০৩:০৫
বুঝিনা লিখেছেন : শিবির পরিকল্পনা নিতে শিখায়, চাপ নিয়ে কাজ করতে পারার যোগ্যতা বিকাশ করে, পরিস্থিতি হ্যন্ডলিংয়ের মানসিকতা তৈরী করে। সুসময়ে বিনয়ী হতে শিখায়। কঠিন সময়ে বিরোধীকে বীরপূরুষের মত মোকাবেলার গুন বিকাশ করে। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
221174
১৩ মে ২০১৪ রাত ১০:৪৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File