আজ প্রভাতে শিবির বিরহে ভোগছি...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৩ মে, ২০১৪, ০৮:২০:০৭ সকাল
আজ প্রভাতে শিবির বিরহে ভোগছি...
--শিবির কারো উপকার করতে পারুক আর না পারুক লক্ষ লক্ষ পরোপকারী মানসিকতার যুবক তৈরী করেছে।
--শিবির ইসলামের প্রতি, চরিত্রগঠনের প্রতি যুবকদের আগ্রহ তৈরী করতে সক্ষম হয়েছে।
--শিবির যুবকদের পাঠ্যাভ্যাস তৈরী করতে আপ্রান চেষ্টা করে সফল হয়েছে
--যেখানে সাধারন ছেলেরা হাইস্কুলে উঠলেই কুরআন জানেনা বলতে লজ্জা পায়.. কুরআন পড়তে লজ্জা পায়
সেখানে শিবির কুরআন পড়াটাকে সম্মানের গর্বের এই সংস্কৃতিকে জোড়ালো করতে পেরেছে
-- প্রতিটি শিবিরের পড়ার টেবিলে কুরআন হাদীস শোভা পায়।
--শিবির ছাত্রদের আত্ববিশ্বাস চাঙ্গা করে, সৎসঙ্গে রেখে সৎগুনাবলীর বিকাশে সহায়তা করে,দেশের প্রতিরক্ষার জন্যে মানসিকতা তৈরী করে, অন্যায়ের বিপক্ষে দাড়ানোর জন্যে সাহস তৈরী করে।
--শিবির কাজ করিয়ে করিয়ে নেতৃত্বের যোগ্যতা বিকাশ করে। লার্নিং বাই ডুয়িং টাইপ।
-- শিবির বিশ্বমুসলিম তথা বিশ্বমানবতাকে নিয়ে ভাবতে শিখায়।
-- শিবির সমাজের জন্যে ছাত্রের কি করা দরকার তার ব্রেইন স্টর্মিং করায়। ক্রিয়েটিভিটি তৈরী করে।আউটপুট অরিয়েন্টেড বা রেজাল্ট অরিয়েন্টেড কাজ শিখায়।
-- শিবির পরিকল্পনা নিতে শিখায়, চাপ নিয়ে কাজ করতে পারার যোগ্যতা বিকাশ করে, পরিস্থিতি হ্যন্ডলিংয়ের মানসিকতা তৈরী করে। সুসময়ে বিনয়ী হতে শিখায়। কঠিন সময়ে বিরোধীকে বীরপূরুষের মত মোকাবেলার গুন বিকাশ করে।
--শিবির ম্যানার শিখায়, ভাল ব্যবহার শিখায়, উদারতা শিখায়, মায়ামমতা, ভালবাসা, প্রেম শিখায়। শিবির তার সীমাবদ্ধ সম্পদে সার্ভিসও শিখায়।
-- শিবির শৃঙ্খলা শিখায়, নিয়মানুবর্তিতা শিখায়, ইসলামী ভ্রাতৃত্বের সবোর্ৎকৃষ্ট গুন "আমাদের ভাই" বলতে শিখায়। সবাইকে "আমার" ভাবতে শিখায়।
-- শিবির পরকালমুখী জীবন তৈরী করে। স্বার্থপরতা দুর করে।
-- শিবির সাংসারিক জীবনের জন্যে সকল প্রেমকে ইনটেক রাখে।
--শিবির নির্ভরতার প্রতীক। বিশ্বস্ততার প্রতীক। দৃঢ়তার প্রতীক। শিবির ঝলমলে তারুন্য এক অনন্য বীরত্ব গাঁথা। --শিবির রক্তস্নাত পবিত্র এক নাম। শিবির এক চরম ভ্রুকুটি।
-- শিবির নির্যাতিত নিষ্পেষিত মানুষের সাক্ষাৎ খোদায়ী রাহমাত খোদায়ী উপহার।
--শিবির টগবগে ফুটতে থাকা ইসলামী আবেগ।
-- শিবির ধর্মবর্ন নির্বিশেষে মানবতার জয়গান বিজযোল্লাস।
বিষয়: বিবিধ
৯৮৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন