তোমায় চুমু দিব অগ্নিকন্যা ...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৬ জানুয়ারি, ২০১৩, ০৯:৩৭:৪৮ রাত

হে অগ্নি কন্যা

হে বিপ্লবীনী

খুজে ফিরি তোমায়

কুরআন হাদীস যার মনে প্রানে কাজে ।

যার কাছে জালিমের রক্তচক্ষু নস্যি

জেল জুলুম হুলিয়াতে যে নির্লিপ্ত

যাকে স্বামী সন্তানের শাহাদাত বিচলিত করেনা

মাঝে মাঝে দরিদ্রতাকে আলিঙ্গনে নেই দ্বিধা ।

যে বনফুলের ঘ্রানে বিপ্লবের গন্ধ

স্রষ্টার প্রেমের বহ্নি শিখা

সে বিপ্লবের শিখায় চুমু দেয়াটা স্বপ্নীল বিষয়

আকাঙ্খার উজ্জল রেখা ।

সে বিপ্লবীনীর কোলে মাথা রেখে

আগামী সকালের স্বপ্নবোনার মজাই আলাদা

বৈষয়িক যোগ্যতারা ভর করে যার সমগ্র অস্তিত্বে

আপনকে সময়দানে জুড়ি মেলা ভার যার

জাতির সকলেই যেন তার সন্তান

ভালবাসার রক্তিম হৃদয়ে এবং

কল্পনায় তাকে ছুয়েঁ ছুয়েঁ যাই

এসো হে বনফুল এসো এসো।

যার ভালবাসার পরশে হার মানে আযাযীল

যার প্রেমের পরশে বেড়ে যায় যোদ্ধার সাহস

যার স্নেহের ইশারায় প্রাসাদ বনে যায় সন্তান

যার রিনিঝিনি হাসি বাড়িয়ে দেয় নৈতিক আন্দোলনের মিছিলের শ্লোগানের শব্দ

তাকে খুজে ফিরি ব্যাকুল ক্রোধে

ব্যাকুল চাহনির করুন সাজে ।

বিষয়: বিবিধ

১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File