সম্ভবত বাংলাদেশের ইসলামী নারী সংগঠনগুলো অমেরুদন্ডী।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০২ এপ্রিল, ২০১৪, ১০:০৩:৪৮ রাত
সম্ভবত বাংলাদেশের ইসলামী নারী সংগঠনগুলো অমেরুদন্ডী। তারা ইসলাম প্রদত্ত তাদের অধিকারগুলোর কথা বলছেনা। বললেও যেভাবে বলা দরকার সেভাবে বলছেনা। তারা সমাজের প্রতিষ্ঠিত ধারনা ও পুরুষ আরোপিত দর্শনের বাইরে যেতে পারছেনা। যেতে পারলেও তারা স্পষ্ট করে বলছেনা। শুধু মীরাসী সম্পত্তি নিয়ে কথা বললেও এতদিনে অনেকদুর নারী সমাজ এগিয়ে যেত। কামিনের টাকা নিয়ে কিছু বলছেনা। নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা তারা বলছেনা। নিরাপদ কর্মসংস্থান ও শিশু সন্তান এর ৫ বছর বয়স পর্যন্ত ওয়ার্কিং আওয়ার কমানোর ব্যাপারে তাদের কন্ঠ শুনা যায়না। ঘরে ঘরে নারী নির্যাতরের ব্যাপারে তাদের কন্ঠ নিষ্প্রান। সকল প্রকার নারীর মন ভাল থাকার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গী নিরস। সর্বোপরি জাতি গঠনে নয় তারা স্বার্থপরের মত পরিবার নিয়ে মেতে থাকতে চায়। জাতির সব পরিবারকে নিজের পরিবার মনে করার উদার মন তাদের ভিতরে গ্রো করেনি।
দেশের ইসলামী আন্দোলনের নারী সমর্থক বৃদ্ধিতে তারা পুরোপুরি ব্যর্থ এবং অকার্যকর একটি অস্ত্র।
বিষয়: বিবিধ
১১৩৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কামিন --> কাবিন
আকার্যকর --> অকার্যকর।
তাদের ভিতর "গ্রো করেনি" কথাটা "জন্ম নেয়নি" বললে বাংলার ব্যবহার হতো, ভালো হতো।
না। বাকীদের ইসলামী আন্দোলনের উপর কোন
ধারনা নেই। আপনি এ কাজের দ্বায়ীত্ব নেন।
দেশের ইসলামী আন্দোলনের নারী সমর্থক বৃদ্ধিতে পায় তার চেষ্টা করুন।
এক বোন এসে আমার অবস্থা তুলে ধরলেন নিজেই লজ্জা পেলাম।
দুর থেকে বহুত কিছু স্বপ্ন দেখা যায় সত্যিই বাস্তবায়ন করতে হলে সবার সহযোগিতা দরকার।
মুলকথা নারীদের চারপাশে যারা অভিভাবক রূপে আপনারা আছেন তাদেরও বোঝা দরকার এক্ষেত্রে আপনার ঘর থেকে যিনি আদর্শ ইসলামী নারী লিডার বেরিয়ে আসবেন ইনাশাআল্লাহ সবাই ছুটে যাবে সেই লিডারের পিছু পিছু।
তবে ইসলামিক নারী সংগঠনগুলো পুরোপুরি ব্যর্থ নয় এটা একদম নিশ্চিত।
মন্তব্য করতে লগইন করুন