সম্ভবত বাংলাদেশের ইসলামী নারী সংগঠনগুলো অমেরুদন্ডী।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০২ এপ্রিল, ২০১৪, ১০:০৩:৪৮ রাত

সম্ভবত বাংলাদেশের ইসলামী নারী সংগঠনগুলো অমেরুদন্ডী। তারা ইসলাম প্রদত্ত তাদের অধিকারগুলোর কথা বলছেনা। বললেও যেভাবে বলা দরকার সেভাবে বলছেনা। তারা সমাজের প্রতিষ্ঠিত ধারনা ও পুরুষ আরোপিত দর্শনের বাইরে যেতে পারছেনা। যেতে পারলেও তারা স্পষ্ট করে বলছেনা। শুধু মীরাসী সম্পত্তি নিয়ে কথা বললেও এতদিনে অনেকদুর নারী সমাজ এগিয়ে যেত। কামিনের টাকা নিয়ে কিছু বলছেনা। নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা তারা বলছেনা। নিরাপদ কর্মসংস্থান ও শিশু সন্তান এর ৫ বছর বয়স পর্যন্ত ওয়ার্কিং আওয়ার কমানোর ব্যাপারে তাদের কন্ঠ শুনা যায়না। ঘরে ঘরে নারী নির্যাতরের ব্যাপারে তাদের কন্ঠ নিষ্প্রান। সকল প্রকার নারীর মন ভাল থাকার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গী নিরস। সর্বোপরি জাতি গঠনে নয় তারা স্বার্থপরের মত পরিবার নিয়ে মেতে থাকতে চায়। জাতির সব পরিবারকে নিজের পরিবার মনে করার উদার মন তাদের ভিতরে গ্রো করেনি।

দেশের ইসলামী আন্দোলনের নারী সমর্থক বৃদ্ধিতে তারা পুরোপুরি ব্যর্থ এবং অকার্যকর একটি অস্ত্র।

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201861
০২ এপ্রিল ২০১৪ রাত ১০:২২
সাফওয়ান লিখেছেন : এত বানান ভুল করেন কেন ভাই? আশ্চর্য।

কামিন --> কাবিন
আকার্যকর --> অকার্যকর।

তাদের ভিতর "গ্রো করেনি" কথাটা "জন্ম নেয়নি" বললে বাংলার ব্যবহার হতো, ভালো হতো।
০২ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৩
151432
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ধন্যবাদ। ভুল করলে বড়দের পরামর্শ পওয়া যায়।
201874
০২ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তাহলে তারা করছেডা কি? সবই তো আনকরার ভিতর
201880
০২ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৪
স্বপন২ লিখেছেন : আমি জামাত ছাড়া তো কোন সংগঠন দেখি
না। বাকীদের ইসলামী আন্দোলনের উপর কোন
ধারনা নেই। আপনি এ কাজের দ্বায়ীত্ব নেন।
দেশের ইসলামী আন্দোলনের নারী সমর্থক বৃদ্ধিতে পায় তার চেষ্টা করুন।
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:৩২
151466
লোকমান বিন ইউসুপ লিখেছেন : দ্বীনের কাজ করতে গিয়ে দীলের কাজ হয়ে যাবে ভাই।
201881
০২ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৫
ভিশু লিখেছেন : 'পুরোপুরি' ব্যর্থ এবং 'অকার্যকর' একটি অস্ত্র! এটি কি একটু বেশি হার্শ এবং অসত্য হয়ে গেল না?!
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৩
151467
লোকমান বিন ইউসুপ লিখেছেন : তাদের সামগ্রিক ব্যর্থতা জাতির যে ক্ষতি ডেকে এনেছে তা বিচার করলে আমার শব্দ চয়ন খুব কম হয়েছে । আর তাদের মনের দিকে বিচার করলে সামান্য কঠিন হয়েছে।
201893
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:২২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভিশু লিখেছেন : 'পুরোপুরি' ব্যর্থ এবং 'অকার্যকর' একটি অস্ত্র! এটি কি একটু বেশি হার্শ এবং অসত্য হয়ে গেল না?!
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৪
151468
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ডাকতার সাবের কমেন্টে বলেছি।
201904
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৮
চোথাবাজ লিখেছেন : ভাবীর মেরুদন্ড আছে তো? Tongue Eat
201919
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:০৭
ফেরারী মন লিখেছেন : হুম হুম
201933
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:৩২
আহ জীবন লিখেছেন : আমার মনে হয় প্রত্যেক মুসলিম নারীই যদি নিজ নিজ নৈতিক,ইসলামিক,পারিবারিক দায়িত্ব সঠিক ভাবে পালন করে তবে কোন দল গঠন করা লাগেনা। দেখেন দল গঠন করার পর সেই আবার প্রচার প্রসার করার জন্য ঘর থেকে বেরুতে হবে। প্রত্যেক ঘরে ঘরে পুরুষরা দায়িত্ব সচেতন হলে দল গঠন ছাড়াই সমাজের উন্নতি সম্ভব।
201940
০৩ এপ্রিল ২০১৪ রাত ০১:২৬
নতুন মস লিখেছেন : আমিও বেশ কিছু দিন ধরে ভাবছিলাম অনেকটা এমন কিছু উল্টা পাল্টা কথাঃ
এক বোন এসে আমার অবস্থা তুলে ধরলেন নিজেই লজ্জা পেলাম।

দুর থেকে বহুত কিছু স্বপ্ন দেখা যায় সত্যিই বাস্তবায়ন করতে হলে সবার সহযোগিতা দরকার।
মুলকথা নারীদের চারপাশে যারা অভিভাবক রূপে আপনারা আছেন তাদেরও বোঝা দরকার এক্ষেত্রে আপনার ঘর থেকে যিনি আদর্শ ইসলামী নারী লিডার বেরিয়ে আসবেন ইনাশাআল্লাহ সবাই ছুটে যাবে সেই লিডারের পিছু পিছু।
তবে ইসলামিক নারী সংগঠনগুলো পুরোপুরি ব্যর্থ নয় এটা একদম নিশ্চিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File