বিশেষজ্ঞের খোজ চাই...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ৩১ মার্চ, ২০১৪, ০৬:৪২:৪৬ সন্ধ্যা

বিশেষজ্ঞের খোজ চাই...

আমি এমন ৩ জন লোক চাই যার পুরো তাফহীমুল কুরআন পড়া আছে।

আমি এমন একজন ভাইয়ের খোজ চাই যার মাওলানা মওদুদী রঃ এর সব বই পড়া আছে।

আমি এমন একজন ভাইয়ের খোজ চাই যার শহীদ হাসান আল বান্না ও কুতুব শহীদের সব বই পড়া আছে।

আমি এমন একজন ভাইয়ের খোজ চাই যার তারিক রামাদানের সব বই পড়া আছে।

আমি এমন একজন ভাইয়ের খোজ চাই যার জাকির নায়েকের সব বই পড়া আছে।

আমি এমন একজন ভাইয়ের খোজ চাই যার মাও: ইউসুপ আল কারদাভীর সব বই পড়া আছে।

আমি এমন একজন ভাইয়ের খোজ চাই যার আল্লামা ইকবালের সব রাইটিংস পড়া আছে।

আমি এমন একজন ভাইয়ের খোজ চাই যার ইমাম গাজ্জালী এবং জালালুদ্দিন রুমীকে পড়া আছে।

আমি এমন একজন ভাইয়ের খোজ চাই যার আহমদ দীদাত ও রশিদ ঘানুসীকে পড়া আছে।

যদি খোজ দিতে না পারেন তবে আমরা কোথায় আছি আর কোথায় যাচ্ছি একটু বলে যাবেন.................

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200914
৩১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
মোস্তাফিজুর রহমান লিখেছেন : গন্তব্যহীন পথচলা!!
200923
৩১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সকল বই পড়ার মত মানুষ কে আরবি,ফার্সি,উর্দু,ইংরেজি ভাষা এবং এই ভাষার ভিন্ন ভিন্ন ডায়ালেক্টগুলিও জানতে হবে। এরকম মানুষ আগে খুজে দেখেন।
200927
৩১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া ইমাম গাজ্জালী (রহ.) এর বই সম্পর্কে কোন বক্তব্য বা আলোচনা থাকলে দয়া করে জানাবেন বলে আশা করছি।
200942
৩১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
গেরিলা লিখেছেন : নিজে কি করেন?
৩১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৩
150660
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আপনাকে আগেও একবার বলেছিলাম আমার নিজের চরকায় তেল দেয়ার ব্যাপারে আমি যথেষ্ট ক্যাপাবল।
200969
৩১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
শিশির ভেজা ভোর লিখেছেন : সবাই সবকিছুতে এত জ্ঞান রাখতে পারে না। সব মানুষের সীমাবদ্ধতা আছে। সবাইকে সব কিছু জানতে তারো কোনো মানে নাই।
৩১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৪
150661
লোকমান বিন ইউসুপ লিখেছেন : একেকজন একটা বিষয়ে বিশেষজ্ঞ হলেও সবাইকে নিয়ে কার্যকরী নলেজ মুভমেন্ট করা যাবে।
201001
৩১ মার্চ ২০১৪ রাত ০৮:৪৭
নূর আল আমিন লিখেছেন : দোয়া করি আপনার সেই ভাইটিকে যেনো খুজে পান
৩১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৪
150662
লোকমান বিন ইউসুপ লিখেছেন : এক জনকে না। একেকজন একেক বিষয়ে বিশেষজ্ঞ খুজছি।
201012
৩১ মার্চ ২০১৪ রাত ০৮:৫৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : নূর আল আমিন লিখেছেন : দোয়া করি আপনার সেই ভাইটিকে যেনো খুজে পান
৩১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
150663
লোকমান বিন ইউসুপ লিখেছেন : এক জনকে না। একেকজন একেক বিষয়ে বিশেষজ্ঞ খুজছি।
201045
৩১ মার্চ ২০১৪ রাত ১০:২৭
বুঝিনা লিখেছেন : ভালো লাগলো, হয়ত আপনার এই লেখা পড়ে উতসাহ পাবে.এগিয়ে আসবে এই আশা করছি। আপনি ও যদি কোন এক বিষয়ে বিশেষজ্ঞ হন, তাহলে সেই কাজটি আর ও সহজ হবে।

০১ এপ্রিল ২০১৪ রাত ০৩:৫৭
150747
লোকমান বিন ইউসুপ লিখেছেন : চেষ্টা করছি। আমি বিষয়ভিত্তিক স্পেশালিস্ট হওয়ার ট্রাই করছি। মাকাসিদ আশ শারিয়াহ, নারী, বিয়ে ও যৌনতা, ইসলামী বিচার, অমুসলিম অধিকার, কুরআন ও বিজ্ঞান নিয়ে ব্যক্তিগত ভাবে পড়ছি। তাফহীম শেষ করারও ইচ্ছা আছে।
201072
০১ এপ্রিল ২০১৪ রাত ০১:৪১
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনার চাওয়ার বিষয় আর পরবর্তী জিজ্ঞাসার মাঝে যোগসূত্র খোঁজে পেলাম না। হতে পারে আধা শিক্ষিত বলে পাইনি। কিন্তু আধা শিক্ষিতরা তো প্রশ্ন করতে পারে। তাই জিজ্ঞাসাঃ
- একজন মানুষের জন্য কি পুরো তাফহীমুল কুরআন পড়তেই হবে। তা কি বাধ্যতা মূলক?
- একজন মানুষ কি কোন একজন লেখকের সব লেখা পড়তেই হবে? এটা কি খুবই জরুরী?
- প্রশ্ন গুলো যদি এমন হয় তাহলে কেমন হয়ঃ
১. আপনি তাফহীমুল কুরআন কত খন্ড পড়েছেন?
২. আপনি মাওলানা মওদুদী রঃ এর কয়টি বই পড়েছেন?
৩. আপনি শহীদ হাসান আল বান্না ও কুতুব শহীদের কয়টি বই পড়েছেন?
৪. আপনি তারিক রামাদানের কোন বই পড়েছেন কি?
৫. আপনি জাকির নায়েকের কোন বই পড়েছেন কি?
৬. আপনি ড. ইউসুফ আল কারদাভীর বাংলায় অনুদিত কয়টি বই পড়েছেন?
৭. আল্লামা ইকবালের লেখা আপনি পড়েছেন কি?
৮. ইমাম গাজ্জালী এবং জালালুদ্দিন রুমীর কোন বইয়ের সাথে আপনার পরিচয় আছে কি?
৯. আহমদ দীদাত ও রশিদ ঘানুসী কে চিনেন নাকি?
প্রশ্ন গুলো এভাবে হলে প্রতিটি প্রশ্নের উত্তরে কলম টাচ করতাম। ধন্যবাদ।
০১ এপ্রিল ২০১৪ রাত ০৩:৫৯
150748
লোকমান বিন ইউসুপ লিখেছেন : বাধ্যতামুলক নয়। তবে পরো কুরআনের তাফসীর সহ পড়া আছে কিনা এমন স্পেশালিস্ট দরকার।

কয়টি বই পড়া থাকলে এমন লোক আমার এই মূহুর্তে দরকার নাই। আমার ৫০ জনের একটা বিশেষজ্ঞ টিম দরকার। যাদের নিয়ে কার্যকর নলেজ মুভমেন্টের সুচনা করা যাবে।
১০
204279
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৯
মুহাম্মদ_২ লিখেছেন : উপরের সবকজন লেখকের বইগুলো পড়া একজন লোক আছেন! শুধু তাই নয় তাদের লেখা মূল বই গুলোও আছে। নাম ইমামুদ্দীন মুহাম্মাদ তোয়াহা বিন হাবীব।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৩
154547
লোকমান বিন ইউসুপ লিখেছেন : বাংলাদেশে?
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:২২
154837
মুহাম্মদ_২ লিখেছেন : জ্বি ভাই,বাংলাদেশে। আপনি ইচ্ছে করলে তার সাথে কথা বলতে পারেন। আপনি এখন কোথায় থাকেন?
১১ এপ্রিল ২০১৪ রাত ১০:১৯
154957
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আপনাকে ফেবুতে পেলে ভাল লাগবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File