স্বাধীনতা বেচে থাক...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৫ মার্চ, ২০১৪, ১১:২৯:৪৭ রাত

স্বাধীনতা বেচে থাক...

একটা জাতির ইতিহাসে এমন কিছু দিন আছে যা তার অস্তিত্বের সক্রিয় প্রতিষ্ঠার জন্যে অনেক আকাঙ্খিত। দেশের বীর্যবান স্থিতির জন্যে স্মরনযোগ্য যে কোন ইতিহাস সংগ্রামের সাথে জড়িত। হোক সে প্রকৃতির অথবা কোন প্রবলতর ভিন্ন শক্তি। আমাদের ইতিহাসে সেটি স্বাধীনতা দিবস। এই সেই দিন যে দিন আমরা পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে ২৫ শে মার্চের শোককে শক্তিতে রুপান্তরিত করে রনাঙ্গনের নায়কের স্থান দখল করেছিলাম। রক্তে ছিল বিপ্লবের তেজ। এই তেজ অন্যায়ের প্রতিবাদকে ধারন করে। বৈষম্যকে না বলতে শিখায়। উর্দু ভাষা ভিত্তিক জাতীয়তার রক্ত চক্ষুকে ভ্রুকুটি দিয়ে বাংলাভাষার মর্যাদা নিশ্চিত করার স্পিরিট ধারন করে। এই ন্যায়ের লড়াই এই দেশের আবাল বৃদ্ধ বনিতার মনপ্রান জুড়ে। এই দেশের প্রজন্ম ধারন করে আছে লক্ষ লক্ষ শহীদের রক্তের আবেগ। ধমীর্য় আবেগ যেমন স্বপ্ন জুড়ে এই প্রজন্মের ঠিক তেমনি মুক্তিযুদ্ধের আবেগও। বাংলাদেশ প্রজন্ম এই দুই আবেগকে সাংঘর্ষিক দেখতে চায়না। একই স্রোতে বিলীন দেখতে চায়।তাই রাজাকার চেতনার সাথে বিদ্রোহ ঘোষনা করলাম। সুতরাং অখন্ড পাকিস্তানের চেতনার সাথেও সক্রিয় মন নিয়ে দ্বিমত । কোন বৃহত্তর স্বার্থের ধার ধারিনা। মানুষের স্বার্থই বৃহত্তর স্বার্থ। ইনসাফই বৃহত্তর স্বার্থ। চিন্তাশীল মাফিয়াদের মন মুখ কর্মের ভিন্নতার বিপক্ষে ঘৃনা ঘোষনা করলাম।

এই ৭১ আমার

এই মৃক্তিযুদ্ধ আমার জন্যে ছিল।

এই ভাষা আন্দোলন আমার জন্যে ছিল।

আমার প্রিয়তমার সাথে ভাব বিনিময়ের জন্যে ছিল।

আমার শিকলবন্দী স্বাধীনতা দিয়ে আমার প্রিয়াকে আলিঙ্গন করার দু:সাহস আমার ছিলনা বিধায় ৭১ অনিবার্য হয়ে উঠেছিল।

৭১ মাশার্ল ল জারির প্রতিশোধ।

৭১ পাক সামরিক জান্তার বিপক্ষে এক স্বতস্ফুর্ত সংগ্রাম।

৭১ বারবার বাঙ্গালীর ক্ষমতা কেড়ে নেয়ার বিপক্ষে এক দাবানল।

৭১ মানে শেখ মুজিব আর শহীদ জিয়া।

৭১ মানে অনন্য বাংলাদেশ।

৭১ মানে ....

ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা

ভিন্নদেশীর ১৯০৫ বিরোধী চেতনা নয়।

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197981
২৫ মার্চ ২০১৪ রাত ১১:৫২
ইক্লিপ্স লিখেছেন : পিলাচ Happy Happy Happy Happy Happy
197985
২৫ মার্চ ২০১৪ রাত ১১:৫৯
মহি১১মাসুম লিখেছেন : ধন্যবাদ ইউসুফ ভাই আপনার আবেগ তাড়িত পোষ্টটির জন্য।
কিন্তু আপনি বর্তমান বাস্তবতাকে প্রাধান্য দিতে গিয়ে কিছুটা আপোষকামিতার আশ্রয় নিয়েছেন। বঙ্গবন্ধু ও শহীদ জিয়াকে সমান্তরাল ভাবে তুলে এনেছেন। শহীদ জিয়া স্বাধীনতা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় পদার্পন ও দল গঠনের সুযোগ না পেলে আমরা ইতিহাস চর্চায় আপোষকামী হতাম না। যে ভাবেই দেখেন মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের কোন একজন কমান্ডারকে ১১টি সেক্টরের প্রধান সমন্বয়ক জেনারেল ওসমানীর উপরে স্থান দেয়াটা যৌক্তিক নাকী নৈতিক!
ইতিহাস হচ্ছে নির্মম সত্যের প্রতিচ্ছবি,যেখানে আপোষকামীতা ঠিক না। কিন্তু আমরা কমবেশী আপোষকামী।
ধন্যবাদ।।
২৬ মার্চ ২০১৪ সকাল ০৮:৫০
148064
লোকমান বিন ইউসুপ লিখেছেন : স্বশস্ত্র যুদ্ধে ঘোষনাটা জিয়া দিয়েছিলেন । সম্মানীয় ওসমানী দেননি। সত্য বিপ্লব মানে আপোষকামীতা নয়।ভাল সমাজ পরিচালনা মানে ভিন্নমত সহ পক্ষের সকলের সাথে একসাথে চলা। এখানে অপরকে অগ্রাধিকার না দিলে বসবাস হয়ে পড়ে অস্থিতিশীল।
198013
২৬ মার্চ ২০১৪ রাত ১২:৫৩
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File