সামাজিক আন্দোলনের গুরুত্ব নিয়ে মুসলিম শরীফের ২৬৯৯নং হাদীসটি লক্ষ্য করুন।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৭ মার্চ, ২০১৪, ০৯:১৮:৫৪ সকাল

সামাজিক আন্দোলনের গুরুত্ব নিয়ে মুসলিম শরীফের ২৬৯৯নং হাদীসটি লক্ষ্য করুন।

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্নিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করেছেন:

# যে ব্যক্তি কোন মু'মীনের দুনিয়া বিষয়ক কোন সমস্যা দুর করবে আল্লাহ তায়ালা তার কিয়ামতের সমস্যা দুর করবেন।

# আর যে ব্যক্তি অভাবগ্রস্থকে সহজতা প্রদর্শন করল আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতে তার সাথে সহজ আচরন করবেন।

#আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন।

#আল্লাহ ততক্ষন বান্দার সাহায্যে থাকেন যতক্ষন সে তার ভাইয়ের সাহায্যে থাকে। (মুসলিম-২৬৯৯)

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193367
১৭ মার্চ ২০১৪ সকাল ১০:০৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক দারুন বিষয় জানলাম
193381
১৭ মার্চ ২০১৪ সকাল ১০:২৭
শেষ বিকেলের লিখেছেন : আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন।

তার মানে- কোন মুসলমান চুরি করলেও তা গোপন রাখতে হবে, বলা যাবে না।
১৭ মার্চ ২০১৪ সকাল ১১:০৫
144087
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আপনার প্রশ্নের ধরন ঠিকি আছে বোধকরি । অপরাধ বলি আর দোষ বলি বা যাই বলি, ধরুন একজন লোক চুরি করে এবং আরেকজন জেনেশুনে তাকে খাটি দেশপ্রেমিক বলে । এতে কি হল ! আরো অনেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চাদাবাজি-টেন্ডারবাজি-দূর্নীতি করে মাল কামান শুরু করল । তাতে হয় কি সমাজে একটি বিপর্যয় দেখা দেয় এবং এতে সামাজিক বৈষম্যও তৈরী হয় ।
াআবার মনে করুন আপনি গরীব আত্মীয়দের অতটা খোজ খবর নেননা, বা বদমেজাজী, বউয়ের সাথে বা আপনার জামাইয়ের সাথে খাবার ব্যবহার করেন ইত্যাদি । এসব অন্য একজন জানার পর আরেকজনকে বলে বেড়ালোনা । এটা কি উত্তম নয় ।
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২৪
144115
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ক্রাইম আর দোষ এক নয়। ক্রাইম হলে আদালতে বিচার দিতে হবে।
১৭ মার্চ ২০১৪ রাত ০৮:১৭
144310
শেষ বিকেলের লিখেছেন : ও আচ্ছা! মুসলমানদের স্বপ্নদোষ হলে তা গোপন রাখতে হবে!! হাহা , হাহাহা.......
১৮ মার্চ ২০১৪ রাত ১২:১১
144371
লোকমান বিন ইউসুপ লিখেছেন : অপরাধ গোপন রাখলে তো অপরাধ উৎসাহিত হবে। দোষ মানে তো যা ছোট খাট এড়িয়ে গেলে সমস্যা নেই।
১৮ মার্চ ২০১৪ সকাল ০৫:০৪
144404
শেষ বিকেলের লিখেছেন : হ, ঠিক কইসেন! মোসলমানের চুরি, ছেচঁরামি, লুইচ্চামি, সুন্দরী পুত্রবধুর বেডরুমে ফুচকি মারা............. এই সব মামুলি দোষ গোপন রাখলেই হইবো। আল্যা সেইটাই কইসেন।
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:৪৭
144526
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ভাই আল্লাহ কিছুই কয়নাই। আপনি বানাচ্ছেন। আল্লাহ কইছে বড় দোষ করলে শাস্তি দিতে।
193383
১৭ মার্চ ২০১৪ সকাল ১০:৩১
শেষ বিকেলের লিখেছেন : যে ব্যক্তি কোন মু'মীনের দুনিয়া বিষয়ক কোন সমস্যা দুর করবে আল্লাহ তায়ালা তার কিয়ামতের সমস্যা দুর করবেন।

তার মানে- কোন অমুসলিমের দুনিয়া বিষয়ক কোন সমস্যা দুর করলে আল্লার পক্ষ থেকে কোন প্রতিদান পাওয়া যাবে না।
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২৩
144114
লোকমান বিন ইউসুপ লিখেছেন : #আল্লাহ ততক্ষন বান্দার সাহায্যে থাকেন যতক্ষন সে তার ভাইয়ের সাহায্যে থাকে।
১৭ মার্চ ২০১৪ রাত ০৮:১২
144309
শেষ বিকেলের লিখেছেন : সেটাই তো বল্লাম, অমুসলিম কখনো মুসলিমের ভাই হতে পারে না। আল্যা মানুষকে ভালবাসেন্না, শুধু মুসলমানদেরই চামচাগিরি করেন।
১৮ মার্চ ২০১৪ রাত ১২:১০
144369
লোকমান বিন ইউসুপ লিখেছেন : বান্দার মধ্যে মুসলিম অমুসলিম সব পড়ে।
১৮ মার্চ ২০১৪ সকাল ০৫:০৭
144405
শেষ বিকেলের লিখেছেন : হ, বান্দার মধ্যেই যদি সব পরে তাইলে আল্যায় শুধু মুসলমানের দোষ গোপন করতে কইসে ক্যান???
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:৩০
144507
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আল্লাহ বলেননি। ডি্বেটের জন্যে বেসিক বিষয় গুলো ক্লিয়ার থাকলে ভাল। এটা মুহাম্মদ সাঃ বলেছেন। তিনি যখন মুসলিম সমাজ পরিচালনা করছিলেন তখন ঐই সমাজের পারস্পরিক পরিবেশ রক্ষার জন্যে বলেছেন।

আমি পারসুনালী মানুষে মানুষে পার্থক্য করিনা।
193385
১৭ মার্চ ২০১৪ সকাল ১০:৪৩
আবু আশফাক লিখেছেন : সামাজিক আন্দোলন জোরদার করার বিকল্প নেই।
193412
১৭ মার্চ ২০১৪ সকাল ১১:৩৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
193428
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
193528
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
শিশির ভেজা ভোর লিখেছেন : পড়ে ভালো লাগলো অনেক ধন্যবাদ
194623
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:১৯
জাগো মানুস জাগো লিখেছেন : thanks to point out good questions.
now a days people are so busy with his own , no body try to do anything for anybody, thats why day by day society go down.
১৯ মার্চ ২০১৪ দুপুর ০১:১৭
145178
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ফেবুতে চাই আপনাকে।
194797
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৮
জাগো মানুস জাগো লিখেছেন : i will add you. thanks.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File