সামাজিক আন্দোলনই পারে জাতির মুক্তির ত্রাতা হিসেবে আর্বিভূত।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০২ মার্চ, ২০১৪, ১২:৫৭:০৪ রাত
রাজনৈতিক কর্মী ও সমাজকর্মীর কিছু পার্থক্য থাকে।
১.রাজনৈতিক কর্মী রেডিমেট একটি নেটওয়ার্ক পায়। সমাজকর্মীকে নেটওয়ার্ক তৈরী করতে হয়। রাজনৈতিক কর্মীর নেটওয়ার্ক বড় যুদ্ধটাও বড়। সমাজকর্মীর নেটওয়ার্ক ছোট শত্রুও কম। সমাজকর্মী সমাজের মননে রংতুলির কারুকাজে রাঙ্গাতে পারে।
২. রাজনৈতিক কর্মী তার দল থেকে অর্থনৈতিক ব্যাকআপ পায় ।সমাজকর্মীকে তার শুভানুধ্যায়ীদের থেকে অর্থনৈতিক সহযোগিতা আদায় করে নিতে হয়।
৩. রাজনৈতিক কর্মী কোন দলের পক্ষে অবস্থান ঘোষনা দিলেই তার চরিত্রকে মানুষ আন্দাজ করতে পারে। কিন্তু সমাজ কর্মীকে বুঝতে মানুষের সময় লাগে। কর্মের মাধ্যেমে মানুষ সমাজকর্মীকে মূল্যয়ন করে।
৪. সমাজ কর্মী পরিকল্পনা,কর্মপদ্ধতি, রিস্ক ম্যানেজমেন্টে নিজের ব্রেইন স্টর্মিং করায় এবং ব্রেইনকে বেষ্ট ইউটিলাইজ করার সুযোগ পায়। রাজনীতিতে সামি'না ওয়া আ'তা'না বলে নিজের স্বাতন্ত্র্যকে বিসর্জন দিয়ে চেয়ারের দাসে পরিনত হতে হয়। স্কলাররা রাজনীতিতে জড়িয়ে গেলে সভ্যতার ক্রমবিকাশ থমকে যেতে পারে বা সভ্যতার সুস্থবিকাশ বাধাগ্রস্থ হতে পারে।
৫. রাজনীতি দিয়ে সব জায়গার এক্সিজ পাওয়া যায়না। সমাজকর্মী হলে দলমত ধর্ম নির্বিশেষে সব জায়গার এক্সিজ পাওয়া দুরূহ হয়না।
৬. সমাজকর্মী কাজের মধ্যে দিয়ে মানুষের মনোজগতে ঢুঁ মারতে পারে। রাজনীতিতে সকল দলের মানুষের মনের কাছাকাছি যাওয়া তো দুরের কথা ইন্টারনাল পলিটিকস এর আবর্তে জান ত্যক্ত বিরক্ত হয়ে যায়।
৭. রাজনৈতিক কর্মী ইচ্ছা অনিচ্ছায় তার দলের জনশক্তিকে পাশে পায়। আপনি জানছেনইনা তার মন আপনি পেয়েছেন কিনা। সমাজকর্মী তার উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ন অনেক লোকের প্রেমে সিক্ত হয়। স্বচালিত লোকের সহযোগিতা পায়। পথিমধ্যে অনেকের পিছুটানে আশাহত হনও কিছুটা। সমাজকর্মী হয় ড্রিমার । উদ্দেশ্যের পানে ছুটে নিরন্তর। পদ সম্মান প্রপিট তাদের নীতিতে থাকেনা। নীতি ও কাজটাই মূখ্য।রাজনীতিতে পদ সম্মান ক্ষমতা প্রপিটই মুখ্য। রাজনৈতিক কর্মী হয় ফলোয়ার। দাসানুদাস।
মানুষের মন জয় করার জন্যে সমাজকর্মী হওয়ার বিকল্প নাই। রাজনৈতিক কর্মীর ভিতর সমাজকর্মীর গুন ইনষ্টল করতে পারলে ভাল। না হলে সামাজিক আন্দোলনই পারে জাতির মুক্তির ত্রাতা হিসেবে আর্বিভূত।
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমাজকর্মীর জন্য চাই এক্সট্রা ক্রিয়েটিভ মেনটালিটি সাথে সেলফ ড্রিভেন এ্যাটিচিয়ুড
রাজনৈতিক কর্মীর জন্য চাই এক্সট্রা আনুগত্য, এক্সট্রা লয়ালটি ও লিড করার এ্যাটিচিয়ুড।
গুনভেদে মানুষ তার স্ব স্ব জায়গায় দাখিল হলে ওভারঅল মানবতার উপকার ই হবে। এরা পরস্পর পরস্পরের প্রতিপক্ষ নয় - বরং পরিপূরক।
ধন্যবাদ।
সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী অবশ্যই আলাদা
একজনে উভয়টাই হতে পারেন,
আবার যেকোন একটাও হতে পারেন!
আপনার চারদিকে এমন অনেককে খুঁজে পাবেন আশা করি!!
মন্তব্য করতে লগইন করুন