বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মিডিয়ার লোকজন সুখে নেই।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪২:২১ সন্ধ্যা
বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মিডিয়ার লোকজন সুখে নেই। আমরা কি পারি না তাদের বিজ্ঞাপন ও স্পনসরশীপ ম্যানেজ করে দিতে?
------------------------
প্রথম কারন হল বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী পাঠক ও দর্শক মোটাদাগে **প্রতিক্রিয়াশীল**। তারা তাদের বিরোধী পত্রিকা, টিভি বা বিরোধী বইয়ের প্রতি যতটুকু আকর্ষন অনুভব করে ততটুকু নিজেদের মতের মিডিয়ার প্রতি আকর্ষন অনুভব করেনা।
কারন কি হতে পারে?
১. বিরোধীরা কি করতেছে জানতে চায়?
২.নিজেদের পত্রিকার নিউজে আস্থা নাই?
৩. নিজেদের কোয়ালিটিতে আস্থা নেই?
৪. নাকি প্রতিক্রিয়াশীল মনন বিরোধী মতের জ্বলনিতে নিজেদেরই ভুলিল!!!
২য় কারন হচ্ছে স্পনসরশীপের অভাব।
-বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী পত্রিকার বিনিফিশিয়ারী যারা তারা এই সব পত্রিকার খবর নিচ্ছেনা। পত্রিকা যারা চালায় তারা কেমন আছে ? পত্রিকার কর্মীরা কেমন আছে কোন খবর নিচ্ছেনা। সরকারী বিজ্ঞাপর বন্ধ। বেসরকারী বিজ্ঞাপনদাতারা সরকারের ভয়ে এইসব পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছেনা।
ইনকিলাব পরিবার কেমন আছে?
আমারদেশ পরিবার কেমন আছে?
দিগন্ত টিভি পরিবার কেমন আছে?
ইসলামিক টিভি পরিবার কেমন আছে?
চ্যানেল ওয়ান পরিবার কেমন আছে?
যে পত্রিকা গুলো চলছে তারাই বা কেমন আছে?
বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী অনলাইন পোর্টাল ও ব্লগ গুলো কেমন আছে?
আমরা সমানে বলে যায় মিডিয়া দরকার মিডিয়া দরকার। কিন্তু যা আছে তা ই বাচিয়ে রাখার খবর নাই।
রাগে আমার শরীর রি রি করে।
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আপনার রাগের কারণ দেখে মনে হচ্ছে যে কয়টা মিডিয়া আছে সেগুলোও থাকা উচিত নয়!!!
এরা এড পায়না কিন্তি টিকেতো ছিল। আর এড দিবে কারা? ব্যবসায়ীরা.. কয়েকদিন আগে কালেরকণ্ঠের এক সাঙবাদিক এর সাথে আলেচানা করে জানলাম প্রথম আলোর ৬,০০,০০০+ বাংলাদেশ প্রতিদিন ৭,০০,০০০+ সেখানে নয়াদিগন্ত ১,৫০,০০০+
বাংলাদেশে প্রায় শতাধিক মিডিয়া কয়েকটা খুব ভালো অবস্থানে আপনি জানেন নিশ্চয়ই বাম ঘরানার অনেক পত্রিকা ধুকছে সে কবে থেকে।
এই বিষয়ে একটা পোষ্ট দিব। ভালো একটা টপিক পেলাম। ধন্যবাদ। ভূল বলেল শুধরে দিন।
জাতিয়তাবাদি ভাবধারার মধ্যে একটি হিনমন্যতা বোধ আছে। ইসলামপন্থিদের মধ্যেও প্রচ্ছন্ন হিনমন্যতা আছে। এই কারনেই নিজেদের একটা পেপার নিলেও অনেকেই প্রথম আলো জাতিয় পেপার নেন। অথচ এই অর্থটা নিজেদের আরেকটা পেপার কে দিতে পারেন। বিজ্ঞাপনের ক্ষেত্রেও তাই। ইসলামি ব্যাংক যখন এই সব পত্রিকায় বিজ্ঞাপন দেয় তখন অবাক লাগে কারন ভিতরের পৃষ্ঠাতেই ইসলামি ব্যাংকিং এর বিরুদ্ধে লিখা। সাজানো গোছান হলেও মিথ্যা মিথ্যাই। এই বোধটি আমাদের মধ্যে জাগ্রত হওয়া দরকার। ডঃ আবদুল্লাহ জাহাঙ্গির এর লিখা সুন্নাহ এর উপর কয়েকটি বই আছে। বইগুলির ছাপা কমদামি কাগজে। একজন আমাকে বললেন যে বইটি দেখে নাকি আকর্ষনিয় মনে হচ্ছেনা। এই ধরনের মানসিকতা আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। সল্পমুল্যের জন্য দর্শনিয়তা কিছুটা কমাতে হবে এটাই ব্যবসার নিয়ম। অথচ খুব সুন্দর করে বাঁধাই আর দামি কাগজে ছাপা বই বেশি দামে কিনে নিজেকে রুচিবান জাহির করা অনেক ইসলামপন্থির দুর্বলতা।
1)Actually problem is both side...
Here Bangladesh need good pro-islami-patriotic media,i belive most of the people face lacking of patriotic media.But finally no big good,intelligent investor still not come.whoever come these media could not continue due to some miscreants so called pro islami journalist leaders for their own interest.
2) Bravo Mahmudur Rahman try to do something but finally , he has to go jail.he should not go directly the court..it can be clarify may be later.
3)Also now a days we feel that we need really patriotic , pro islami journalists.These field we see max are leftist journalist,cause we see many young pro islami journalist come in this field but they don't find any patronize.Whereas leftist patronize their own minded journalist.
4)We feel that our pro islami / rightist politicians/business man have no good plan to establish good, strong media.
5)i see many of our pro-islami / rightist journalist leaders actually also no planning, they just want money for their own.Big investors know only these so called criminal journalists...these investors go there & found bad experience.
We also everybody try our best to establish some good media with good investors for the shake of our nation.
so we have to indeepth the problem & have good longterm plan which already have the against people long years back.
মন্তব্য করতে লগইন করুন