বিয়ের পিঁড়িতে বসার আগ্রহী হে ইসলামী আন্দোলনের তাজা যুবক...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২১ জানুয়ারি, ২০১৪, ১১:৩১:০৩ সকাল

তোমাকে হয়ত কুমারী মেয়ের সাথে আলিঙ্গনের কথা ভুলে যেতে হবে।

ভুলে যেতে হবে বয়সে ছোট রিনিঝিনি সুরের অষ্টাদশী ললনাদের।

ভুলে যেতে হবে সাজানো ফুলেল বাসর আর আতশবাজিতে ভরা বিয়ের পূর্বরাত।

তোমার সব প্রিয় মানুষের সমাগমে তোমার আকদ নাও হতে পারে।

চুপিসারে কোন একটি বাসায় বা অপরিচিত স্থানে তোমার প্রিয়তমার মিলন উপহার গ্রহন করা লাগতে পারে।

ইসলামী আন্দোলনের তোমার সিনিয়র ভাইয়ের বিধবা বউটিকে তোমার বিয়ে করা লাগতে পারে।

তোমার শহীদ ভাইয়ের অবুঝ শিশুকে তোমার বড় করার দায়িত্ব নেয়া লাগতে পারে।

তোমার প্রিয় বোনটিকে তোমারই কোন বউ হারানো ভাইকে দিয়ে দিতে হবে হয়ত জীবনসঙ্গী রুপে।

জেল থেকে নির্যাতিত বোনদের ফিরে আসার জন্যে তোমার বিয়ের দিন পিছিয়ে দেয়া লাগতে পারে।

কুমারী মেয়ের ভালবাসা ভুলে নির্যাতিতার হাতে তুলে দিতে হবে হয়ত বাগানের সেরা গোলাপ।

গন্ধরাজ রজনীগন্ধা ফুলের মালা তৈরীর সময় হয়ত পাওয়া যাবেনা।

কোন এক জানাজার পরপরই শহীদের কোন এক মেয়ের আঙ্গুলে পরিয়ে দিতে হবে ইমিটেশনের আংটি।

কারন শহীদের মেয়ের পরিবারকে দেখার জন্যে পিতা ছাড়া তো কোন ভাই ছিলনা

আর পিশাচেরা কেড়েও নিয়েছে শহীদের সমুদয় সম্পদ।

আমরা এক কঠিন সময়ের ধারপ্রান্তে।

আরো রক্ত ফিনকী বের হবে প্রতিনিয়ত আমাদের বুক চিড়ে।

কারন আমরা বুকে ধারন করেছিলাম আলকুরআন।

সালাতের জামায়াতে আমরা যুবকদের ডাকতাম।

সত্য সমাগত মিথ্যা বিতাড়িত হোক এই ছিল আমাদের শ্লোগান।

রাজপথ কাপিয়ে আমরা জয়বাংলা বলিনি বলেছি আল্লাহু আকবার।

হে আকাশের মালিক! কাল বেচে থাকব কিনা জানিনা।

আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে আমাকে শহীদ করে নিও।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165253
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমি সম্পূর্ণ একমত।
165258
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪২
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
165268
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৯
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো
165279
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৮
রাইয়ান লিখেছেন : অসাধারণ সুন্দর লেখা.... অনেক ধন্যবাদ আপনাকে !
165296
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
আহমদ মুসা লিখেছেন : খুবই সুন্দর একটি কবিতা। ইসলামী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ভাই-বোনদের এরকম মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত।
165320
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৭
চেয়ারম্যান লিখেছেন : দারুন হইছে।
আসাদ বিন হাফিজের কবিতার মত
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৩
119534
লোকমান বিন ইউসুপ লিখেছেন : অসাধারন মানুষের সাথে মেড়মেড়ে লোকমানকে মিলানো দুঃসাহস নয়কি?
165527
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০০
অনুরণন লিখেছেন : দুর্দান্ত!
২১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৩
119736
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আপনি যদি এসবি ব্লগের অনুরনন ভাই হয়ে থাকেন তাহলে আমি হন্য হয়ে খুজছি আপনাকে। facebook e ami

165630
২২ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৬
গন্ধসুধা লিখেছেন : হুম!এই মানসিকতারই এখন প্রয়োজন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File