শহীদের ছোটভাইয়ের ফেইসবুক স্ট্যাটাসে **মেহেরপুর ক্রসফায়ার।**

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২০ জানুয়ারি, ২০১৪, ০৩:৪৮:৪৩ দুপুর

গত মঙ্গলবার ঈদে মিলাদুন্নবীর দিন স্বপ্নবাজ মাসুদভাইয়ের সাথে আড্ডা দিলাম।

সেই মাসুদ ভাই আজ শোকগ্রস্থ। বড় ভাই হারিয়ে সে মুক। বিস্ফোরিত নয়নে আকাশের পানে তাকিয়ে আছে।মন নয়ন থেকে অনর্গল বারি ঝরছে। রক্তে বিপ্লবের আগুন সম্ভবত। স্বাধীন দেশে বিচারহীনতার অসহায় সাক্ষী সে।

মাসুদের ফেইসবুক স্টেটাস।

----------------------

১৯ জানুয়ারী রাত নয়টা:

----------------------

আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন শুনতে পাচ্ছি পুলিশ তাকে মেরে ফেলবে। আমার এক ফুফাতো ভাই আওয়ামীলীগের এমপি। সেও সুপারিশ করতে অপারগতা প্রকাশ করছে। আমাদের জন্য দোয়া করবেন। তার তিন বছর বয়সী একটি মেয়ে আছে।

----------------------

২০ জানুয়ারী রাত একটা:

----------------------

Already my brother has been taken to the place to shoot. They r staging drama of gun fight. Allah is the best judge.

----------------------

২০ জানুয়ারী রাত চারটা:

----------------------

my brother is shot to death. innalillahi ws innalillahi raziun.

----------------------

২০ জানুয়ারী ভোর পাচঁটা:

----------------------

তিন বছরের এক কন্যা এতিম হয়েছে, ২৫ বছরের এক অঙ্গনা বিধবা হয়েছে, পিতা-মাতা তাদের সন্তানকে হারিয়েছে, ভাই-বোন তাদের ভাইকে হারিয়েছে। এর বাইরে কেউ কি কিছু হারিয়েছে? সবকিছুর উপরে তাদের চেতনা বাস্তবায়ন হয়েছে।

----------------------

২০ জানুয়ারী সকাল আটটা:

----------------------

তিনি মরতে চাননি, তিনি বাচতে চেয়েছিলেন। তার কি মৃত্যুর সময় তার তিন বছরের মেয়েরকথা মনে পড়ে নি? তাহলে তোমরা কেন বলছো তিনি মরতে চেয়েছিলেন?

----------------------

২০ জানুয়ারী সকাল এগারটা:

----------------------

বাদ আছর জানাজা। মাইকিং করার অনুমতি নাই। তাই যারা মেহেরপুরে আছেন সুযোগ থাকলে অন্যদের জানিয়ে দিন।

হারিয়ে গেলে তুমি তোমার রবের কাছে। আল্লাহই তোমার উত্তম পুরুষ্কার দান কারী।

সুত্র: ..... link removed

http://www.m.rtnn.net//newsdetail/detail/1/4/76786#.UtzxB_txVkg

বিষয়: বিবিধ

১৫৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164880
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৩
আহমদ মুসা লিখেছেন : এ যেন স্বজন হারানোর বেদনায় টু শব্দ করে কান্না করার অধিকারটুকুও নেই দেশে।
164894
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০২
আবু জারীর লিখেছেন : তিনি জান্নাতে যেতে চেয়েছিলেন। আল্লাহ তাকে জান্নাতের পাখিদের সাথে উড়ার সুযোগ দিয়েছে। চেতনাধারী পশুরা অট্টহাসিতে ফেঁটে পরছে। ওদের অট্টহাসি একদিন ওদের ব্লাটার ব্রাস্ট করে দিবে ইনশা'আল্লাহ।
164906
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৫
মুিনর লিখেছেন : চেতনাধারীদের অট্রহাসি আমরা আর কতদিন দেখব? আর কত মায়ের বুক খালি হবে? আর স্ত্রী বিধবা হবে? আর কত সন্তান এতিম হবে? সংখ্যাগুরু মুসলমানের দেশে ইসলামী আন্দোলন করাই কি বড় অপরাধ? যার শাস্তি মৃত্যুডন্ড। আমরা যারা বাংলাদেশের সচেতন নাগরিক নিজ মাতৃভূমিকে ভালবাসি আমাদের কি কিছুই করার নাই? আমরা শুধু লাশের সারি দেখতেই থাকব?
164918
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
আবু নাইম লিখেছেন :
164957
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
ইশতিয়াক আহমেদ লিখেছেন : এটা আর স্বাধীন দেশ নেই
164995
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
মনসুর আহামেদ লিখেছেন : এদের রক্তের বদলা নিতে হবে। হত্যা করে
ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না।
যারা শহীদ হয়েছেন তারা জান্নাতবাসী হয়েছেন।
165289
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৩
সালাম বাংলাদেশ লিখেছেন : চারিদিকে হত্যার উৎসব , আমার এক বন্ধু র‍্যাবে আছে তার সাথে এক আলাপচারিতায় জানলাম হত্যা করার জন্য তাদের উপর কেমন চাপ দেয়া হচ্ছে।
167780
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৫
নূর আল আমিন লিখেছেন : হ্যা আমরা ফেসবুকে কপি করে শেয়ার করেছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File