দালালী আমার মজ্জাগত।দালালী আমার অধিকার।(ব্যাঙ্গাত্বক রচনা)

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৫ জানুয়ারি, ২০১৪, ০৫:৫৯:২৭ বিকাল



সম্ভবত ১৯৮৮ সালের নির্বাচনের আগে পরের কথা। বিএনপির নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্যে জোট হয় । সেই থেকে শুরু। করিলাম বিএনপির দালালী তাই ১৯৯১ এ বিএনপি ক্ষমতায় গেল। তারপর ৯৬ এ করিলাম চিরশত্রু আলীগের দালালী ।তারাও ক্ষমতাই গেল। আমার বাপের জেঠাতো ভাইয়ের চাচাতো ভাই ৭১ সালে আলীগের সাথে কি ইটিশ পিটিশ মেরেছিল তা আমার জানার কথা না। তবুও পিরিতি যেন উপচাইয়া পড়েছিলে। স্থায়ী শত্রুতা ভূলে উদার হয়ে গিয়েছিলাম। আগে জানতাম বড় দল উদারতা দেখায় এখন দেখাইলাম আমরা। অবশ্যই উদারতার ফল পাওয়া গিয়েছিল। তখনতো আর লড়াই অপরাধের বিচার করেনাই আলীগ। বিচারের জন্যে প্লান করছে জাষ্ট। ২১ বছর পরে ক্ষমতায় আলীগ তাই খাইয়া পইড়া রুষ্টপুষ্ট হওয়ার সুযোগ দিলাম। ৯৬-২০০১ এ সব সেক্টরে লোক ঢুকাইছে লগি বামরা। মেজর ডালিম মনাদের বহিষ্কার ওএসডি করছে সব বাহিনী থেকে। যাক সে কথা। ৯৬-২০০১ এ আবার শুরু করিলাম বিএনপির দালালী। বিএনপি ক্ষমতায় গেল।২০০৬ পর্যন্ত লাল পতাকা দেখিলাম উড়ুৎ পুরুৎ । ২০০৭-০৮ সালে ফখরুদ্দিন সরকারের ভাল ব্যবহার পাইয়া প্রীত হইলাম। বিএনপিকে ধরিলাম নির্বাচনে যাও। ২০০৮ এর সাজানো নির্বাচনে বধু হইয়া ডুবিলাম। যাক সাতরাইয়া কোনমতে উঠিলাম তীরে। আবার শুরু করিলাম দালালী। বিএনপিকে ক্ষমতায় নিতে হইবে। কিন্তু না ৫ ই জানুয়ারীর একদলীয় নির্বাচন হইল। আমরা এখনো রইলাম দেশ রক্ষার জন্যে দালালীতে। থাকনা আমার নামটা। আমাকে পছন্দ না করলেও নামটা রেখে দিব।নামই জীবন নামই মধু।নাম বদলাইতে কউ কেন শুধু শুধু। অথচ অন্য নাম নিলে হয়ত আকীকা দিতে হইত তবুও মেজবান খাইয়া কিছু মানুষ আনন্দিত হইত। নামও চেঞ্জ হয়না। মেজবানও হয়না। মানুষও খুশি হয়না। আলীগের সাথে রাজনৈতিক বিরোধটারে ইসলামের নাম দিয়ে দিছি। যদিও জানতাম বামদের সাথে বিরোধটাই মূলত ইসলামের বিরোধ। আলীগকে বাম ও ভারত মুক্ত করার কোন ভূমিকা রাখিনি। আলীগের সাথে রাজনৈতিক বিরোধ শেষ করার কোন ডায়ালগই করিনাই।জিদে জিদে জীবন গেল।তবুও যাই ঘটুক দালালী কিন্তু করেই যাব।

সেই ১৯৮৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত। ২৬ বছর দালালী করে গেলাম। দালালীই জীবন দালালীই সেরা কাজ। আসুন দালালী করি।

উল্লেখ্য: অতীতের নাম বদলাইয়া শুধু ঘরে ঘরে গিয়ে যদি "নো লীগ নো পার্টি- ইসলাম ইজদ্যা পরিপাটি" কইতাম তাইলে কত বেহতর হইত! এতদিনে একটা ইসলামী জনমত গড়ে উঠত। মধ্যমপন্থা শুধু ওয়াজেই বলি কিন্তু বাস্তবে টোঁটোঁ...

আহারে সারা জীবনভর করে গেলাম দালালী। আমার দালালীর ইতিহাস বড়ই ভালা। তাই তোমাকে আহবান জানাই ভাল করে দালালী করার। দালালী আমার মজ্জাগত। এই আমার অধিকার।

বিষয়: বিবিধ

১৫২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162830
১৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
সিটিজি৪বিডি লিখেছেন : জামায়াতকে নতুন করে ভাবতে হবে। আওয়ামী লীগের সাথে জোট করে যে ভুল করেছিল আশাকরি বিএনপির সাথে জোট করে কোন ভূল পথে পা দিবে না। রাজপথ কাপাবে জামায়াত আর ফসল ঘরে তুলবে অন্য দল?
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
117212
লোকমান বিন ইউসুপ লিখেছেন : নিজেরাই ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে পরিস্থিতি অন্যরকম হত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File