সুযোগ পাইয়া ইন্টারভ্যূ নিলাম।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১০ জানুয়ারি, ২০১৪, ১১:৪৮:১৫ রাত
প্রশ্ন:
১.কুরআন তেলাওয়াত পারেন?
২.নামাজ কয় ওয়াক্ত পড়েন?
৩.আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি?
৪.স্কুলের ইসলাম শিক্ষা বইয়ের বাইরে আর কোন ইসলামী বই পড়া আছে?
৫.স্কুলের ইসলাম শিক্ষা বইয়ের বাইরে কুরআনের কোন সুরার অর্থ পড়েছেন?
৬.একাডেমিক বইয়ের বাইরে কি কি বই পড়েন? আপনার সংগ্রহে কি কি ইসলামী বই আছে?
৭. আপনার কোন জানার বিষয় থাকলে বলতে পারেন?
শেষ করে দিলাম ইন্টারভ্যূ।
ইন্টারভ্যূ দিতে ভাল না লাগলেও নিতে ভাল লাগে। আইসিএস এর পোলাপাইনদের অনেক ইন্টারভ্যূ নেয়ার অভিজ্ঞতা। আমারও অনেক এক্সপেরিয়েন্স। চমউতে লাইব্রেরীতে সদস্যপ্রার্থীদের পড়াতাম। ডাইরী চ্যাক করতাম আর ইন্টারভ্যূ নিতাম। মাঝে মাঝে সাথীপ্রার্থী, সাথী শপথের জন্যে আসলে প্রাথমিক ইন্টারভ্যূ নিতাম। প্রশ্নপত্র, আবেদনপত্র বাছাই কন্টাকে হেল্প করার জন্যেও ইন্টারভ্যূ নিতাম। ভার্সিটিতে স্কলারশিপের শর্ট লিস্ট জমা দেয়ার জন্যেও প্রার্থীর মনের অজান্তে তার থেকে ইন্টারভ্যূ নিতাম। ম্যাচে সিট দেয়ার জন্যে ইন্টারভ্যূ নিতাম। বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল নির্বাচনের জন্যে গল্প জুড়ে দিয়ে যার সাথে কথা বলছি তার মনের চিন্তার লালন বের করার জন্যে ইন্টারভ্যু নিতাম। কাউকে পরিচিত ফার্মে জবের জন্যে রেফার করার আগে ইন্টারভ্যূ নিতাম। প্রতিষ্ঠানগুলোর হোস্টেলে সিট এর সুপারিশ করার আগে নিজে ইন্টারভ্যূ নিতাম। কোচিংয়ে টাকা কমানোর সুপারিশ করার আগে ইন্টারভ্যূ নিতাম। বিভিন্ন টাইপ ইন্টারভ্যূ।
নিজেও ইন্টারভ্যূ দিয়েছি। জবের ইন্টারভূ্য দেয়ার আগে ফেলে কোন রেকর্ড নাই। কর্মী সাথীপ্রার্থী সদস্য প্রার্থী(আবেদন পত্র), সদস্য প্রার্থী(প্রশ্নপত্র), সদস্য শপথ ইন্টাভ্যূ সবগুলোতেই একবারেই পাশ। সেকেন্ডটাইম ইন্টারভ্যূ নেয়ার সুযোগ দেইনি। প্রথম চাকরীর ভাইভাতে পাশ ..চাকরীও হল। চাকরীর ২য় ভাইভাতে প্রথম স্থানটা আমার কিন্তু পাশ করেও এনাফ স্মার্ট না হওয়াতে সেকেন্ডটাকে নেয়। তখনই জানলাম আমি স্মার্ট না। আগে কেহ ফ্রিলি ঐভাবে বলেনি যে আমি স্মার্ট না। যাক খারাপ না। বন্ধু মেয়ে দেখতে যাবে ... হাত কাপাকাপি ঠেকাতে আমারে সহ নিয়ে গেল। কনের সাথে তার বান্ধবী আসছে। আমি কি ইন্টারভ্যূ নিব তার আগেই কনের বান্ধবী আমারে নাভার্স করা শুরু করছে। প্যান্ট এত উপরে পড়ছেন কে.... শার্টে কালার বুড়ো টাইপ কে... চুল গুলো উল্টা আচড়াইছেন কে... পিছন দিকে চুল পিড়াইয়া স্টাইল কেহ এখন দেয়না। চুলে এখন কেহ চিরুনি দেয়না। .............
এভাবে মানুষ ইন্টারভ্যূ দিতেই থাকে। আর নিতেই থাকে...
মানুষের শেষ ইন্টারভ্যূ হল
১. মান রাব্বুকা? তোমার প্রভূকে?
২. ওয়ামা দ্বীনুকা? তোমার দ্বীন কি?
৩. মান হাজার রাজুলু? (রাসুল সাঃ কে দেখিয়ে)ঐ ব্যাক্তিটি কে?
আরেকটি ইন্টারভ্যূ অবশ্যই আছে...
লা তাজুলু কাদামা ইবনে আদামা.. হাত্তা ইউছআলু আন খামছিন.. ওয়াআন হায়াতিহি ফি মা আফনাহু...(আলখ)
১. হায়াত কোথায় কাটিয়েছ?
২. যৌবন কোথায় কাটিয়েছ?
৩. কোথা হতে আয় করেছ ৪. কোথায় ব্যয় করেছ?
৫. জ্ঞান অনুসারে আমল করেছ কিনা?
স্রষ্টার কাছে যা উত্তর দিতে পারব তাতে পাশ মার্কের আশা নাই... তাই গান ধরেছি...
রোজ হাশরে আল্লাহ আমার
করনা বিচার আল্লাহ..
বিচার চাহিনা দয়া চাহি এই গুনাহগার...
আমি জেনে শুনে জীবন ভরে..
দোষ করেছি ঘরে পরে ...
আশা নাই যে তরে যাব বিচারে তোমার...
বিচার যদি করবে .. কেন রহমান নাম নিলে...
ঐই নামের গুনেই.. তরে যাব ..
কেন এই জ্ঞান দিলে...
দীন ভিখারী বলে আমি ..
ভিক্ষা যখন চাইব স্বামী...
শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো আর...
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি আবোলতাবোল বকেন... হিসটাসিন ৫টা চাবাইয়া খাইয়া ফোন দেন...
আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখন চাচাত ভাইয়ের বৌর ইন্টার্ভিউ নিয়েছিলাম।
দোষ করেছি ঘরে পরে ...
আশা নাই যে তরে যাব বিচারে তোমার.."
তবুও আশা তো করতেই হয়।
লা তক্কনাতুম....
সুপাঠ্য লেখা।
মন্তব্য করতে লগইন করুন