এখন থেকে ইসলামী আন্দোলনের সকল ফ্রন্টের যা কর্মকৌশল হওয়া জরুরী
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৬ জানুয়ারি, ২০১৪, ০১:২৮:৫৪ দুপুর
আজকে থেকে শহীদ হওয়া নয় বেচে থাকাই গুরুত্বপূর্ন
নিজ সম্পদ কারো দ্বারা নষ্ট করে দেয়া নয় সংরক্ষন করে রাখতে পারা গুরুত্বপূর্ন
গ্রেফতার হওয়া নয় বাইরে থাকা গুরুত্বপূর্ন
সহিংসতা নয় কিছু কুরবানী দিয়ে সংগঠন বাচানো গুরুত্বপূর্ন
দলের নাম নয় আদর্শ বাচানো গুরুত্বপূর্ন
বাড়িতে থাকা নয় হিজরত গুরুত্বপূর্ন
নির্দিষ্ট পেশা নয় হাতের কাজ জানা গুরুত্বপূর্ন
পুরোনো সিম, ফেইসবুক আইডি গুরুত্বপূর্ন নয়
বিরোধীদের সাথে জিহাদ নয় বন্ধুত্ব গুরুত্বপূর্ন
ভারত ও আলীগের সাথে বিরোধিতা নয় আলোচনা গুরুত্বপূর্
মিছিল থেকেও ভাল রেজাল্ট করে রাষ্টের গুরুত্বপূর্ন পদায়ন জরুরী।
নির্বাচন ও রাজনৈতিক ইসলামের চেয়েও আর্থ-সামাজিক আন্দোলন জরুরী।
বক্তব্য দেয়া থেকেও বাস্তবসাক্ষী হওয়া জরুরী।
ট্রেন্ড রক্ষা করা নয় মানুষের অধিকার আদায়ের আন্দোলন গুরুত্বপূর্ন
আল্লাহর উপর আস্থার পাশাপাশি গনমানুষের সমর্থন গুরুত্বপূর্ন
নেকাব বোরকার চেয়ে নারীদের সমর্থন গুরুত্বপূর্ন
শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কৃষক ও শ্রমিকসংগঠন গুরুত্বপূর্ন
পানজাবী টুপির চেয়েও ফরজ হারাম পালন গুরুত্বপূর্ন
সকল ইসলামী দলকে টিটকারীর বদলে ভালবাসা গুরুত্বপূর্ন
শক্তিশালী পক্ষকে স্পষ্ট বিরোধিতার বদলে অভ্যন্তরীন বডিতে বিরোধিতা আর প্রকাশ্যে আলোচনা ও বন্ধুত্ব গুরুত্বপূর্ন
দলের ভিতরে যারা ব্যতিক্রম কথা বলে তারা গুরুত্বপূর্ন
আন্তরিক সমালোচকরা গুরুত্বপূর্ন
বিরোধী সমালোচককে স্টাডি গুরুত্বপূর্ন
ইবাদাত ছাড়া বাকী বিষয়ে প্রদর্শনেচ্ছা জরুরী।
ইসলাম বাস্তবায়নের জন্যে দুনিয়ার পদের প্রতি লোভও জরুরী।
ফকীর হয়ে যাওয়া নয় বিশ্বঅর্থনীতি নিয়ন্ত্রন পরিকল্পনা জরুরী।
বিদেশে বসে বসে স্বস্তা রাজনৈতিক ফেইসবুক স্টেটাস নয় দেশে এসে এমপি হওয়ার স্বপ্ন দেখা জরুরী।
নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয় নতুন ধারা তৈরী জরুরী।
দেরীতে বিয়ে নয় তাড়াতাড়ি বিদায় নিয়ে সংসারী হওয়া জরুরী।
ইসলামী দলের ভিতরে রাজনৈতিক মাফিয়াগ্রুপ নয় প্রবীনদের সরে উপদেষ্টা হয়ে যাওয়া জরুরী।
গতানুগতিক স্ট্রাকচার নয় নতুন ইনিশিয়েটিভ জরুরী।
তথ্য ও ইতিহাস গোপন করা নয় ঘটে যাওয়া ঘটনার উপর পাঠচক্র জরুরী।
৫০ বছরের আগের বই নয় নতুন দৃষ্টিভঙ্গী রচনা জরুরী।
নিয়ন্ত্রিত ইসলামী গনতন্ত্র নয় ট্রান্সফারেন্সী জরুরী।
ভাল নিয়তের চেয়েও ভাল কাজ গুরুত্বপূর্ন
নতুন যে কোন বিষয়কে হারাম হারাম আর্তচিৎকার থেকেও গবেষনা গুরুত্বপূর্ন
নারী পুরুষ পুরোপুরি বিচ্ছিন্ন থাকার চেয়ে বৈধসীমার ভিতরে কাছাকাছি থাকা গুরুত্বপূর্ন
অমুসলিমদেরকে ভালবাসাও গুরুত্বপূর্ন।
একটি দশকে একসাথে সবাই জেগে উঠা অনিবার্য প্রয়োজন।
বিষয়: বিবিধ
২১৯৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
may allah give us the capacity & realization.
মন্তব্য করতে লগইন করুন