কেন্দ্রীয় আওয়ামীলীগকে স্টাডি করতে যারা ভূল করছেন তাদের বুঝতে হবে ...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১২ ডিসেম্বর, ২০১৩, ০৫:০৯:৫৫ বিকাল

কেন্দ্রীয় আওয়ামীলীগকে স্টাডি করতে যারা ভূল করছেন তাদের বুঝতে হবে

----------------------------------------

১.এরা রক্তের হোলী খেলা পছন্দ করে।

২.এরা প্রশিক্ষিত পাক বাহিনীর বিপক্ষে জনগনকে যুদ্ধের মুখোমুখি করে দিয়ে ভারতে আরামচে ঠান্ডা মাথায় বেশ্যার নাচ অবলোকন করত।

৩.এরা অভিনয় করে নাটক সাজিয়ে মানুষ মারতে পারে।

৪.এরা নিজেরা খুন করে অপরকে ফাসিয়ে দিতে পারে।

৫.এরা স্বাধীনতা যুদ্ধের সৈনিক জাসদের ৪০ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। সিরাজ সিকদারকে হত্যা করে কোথায় সিরাজ সিকদার বলে আস্ফালন করেছিল।

৬.এরা মুসলিম লীগকে শেষ করে দিয়েছে। ১৬ ই ডিসেম্বর ১৯৭১ এর পরে ১০/১৫ দিনে আনুমানিক অর্ধলক্ষ মানুষকে গনপিঠুনিতে মেরেছে।

-------------------------------------------

১.এরা নিজেরা বিডিয়ার বিদ্রোহ ঘটিয়ে নিজেদের লোক তোরাব আলী ও ডিএডি তৌহিদকে কুরবানী দিয়েছে।

২. অস্ত্রধারী প্রশিক্ষিত বাহিনী বিডিয়ারের ১৫০+১৫০ এর মত জওয়ানকে ফাসিঁ ও যাবজ্জীবন দিয়েছে।

৩. এরা ৫৭ জন আর্মি অফিসারকে মেরে স্থির থাকতে পারে।

৪. আল্লামা সাঈদীর রায় পরবর্তী এরা ১৭৪ জন মানুষকে হত্যা করতে পারে।

৫. হিটলারের নাৎসী বাহিনীর অনুকরনে পুলিশ বাহিনীতে আইন সিদ্ধ করে ছাত্রলীগের খুনী মাস্তানদের চাকরী দিয়ে আইনসিদ্ধ করে সাধারন মানুষ খুন করার মত ব্যবস্থা তৈরী করেছে।

৬. বিরোধী সকল মিডিয়া বন্ধ করেছে।

৭. ইলিয়াস আলীদের গুম করার জন্যে গোপন ১০০ জনের কিলিং গ্রুপ করেছিল।

৮.সুখরঞ্জনবালীদের গুম করে ভারতে চালান করতে পারে।

--------------------------------------

হে..... কৌশলের জিকিরকারীরা ...কথা শুনুন...বুঝুন....... এইটা দীর্ঘমেয়াদী যুদ্ধ। এই যুদ্ধে বুদ্ধি দিয়ে জিততে হবে।আপাত পিছিয়ে যাওয়া মানে পরাজয় নয়।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File