আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকর না করতে সরকারকে বলা হয়েছে
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১১ ডিসেম্বর, ২০১৩, ১১:৩০:০৬ সকাল
আলহামদুলিল্লাহ।
আবেদনের নিষ্পতি না হওয়া পর্যন্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে সরকারকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে সকালে কাদের মোল্লার আইনজীবীরা ফাঁসি কার্যকরের স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে আবেদন করেন। এর ওপর শুনানি এখনো চলছে।
এর আগে মঙ্গলবার রাতে আসামিপক্ষের আবেদনে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর স্থগিত করেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এদিকে, সকালে আদালত বসলে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে দেখা করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন, ‘মঙ্গলবার রাতে এ ধরনের একটি আদেশ হয়েছে, যা আমরা রাষ্ট্রপক্ষ জানতাম না। গণমাধ্যম থেকে এটা জেনেছি। এটাও প্রচার করা হচ্ছে, আমি নাকি আপনার বাসায় আপনার সঙ্গে বৈঠক করেছি।’
জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘এ বিষয়ে শুনানির জন্য সম্পূরক কার্যতালিকা তৈরি করা হয়েছে। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে আলাদত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।’
এর আগে সকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আদেশ স্থগিতের বিষয়ে শুনানির জন্য একটি সম্পূরক কার্যতালিকা তৈরি করা হয়।
http://www.rtnn.net//newsdetail/detail/1/1/74816#.Uqfz7CeBLFw
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন