এখন সময় জুলুমশাহীর তখতে আঘাত হানার....(লোকমানের কবিতা)

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১০ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৮:৫৪ দুপুর

এখন সময় জুলুমশাহীর তখতে আঘাত হানার

এখন সময় হাসিমুখে হওয়ার বাসিন্দা জেলখানার

আঘাত এলে আঘাত করার আর আঘাত সহিবার

চোখে আগুন মনে আগুন জালিমদের করে দাও ছাড়খার ।

ডান্ডাবেড়ী কচুগাছ যেন থোড়াই কেয়ার করি

শেষ হয়ে যাও শেষ করে দাও চল ভয়কে জয় করি

সংগ্রাম বিপ্লবে জন্ম মোদের মৃত্যুকে দেই লাথি

মিছিল শ্লোগান লড়াই যাদের নিত্য সঙ্গী সাথী ।

আলী খালিদ লক্ষ বীরের দীপ্ত কাফেলা

ভয় নেই ভয় নেই বদর ওহুদ রক্ত কারবালা

লাথি দে ঘুষি দে তীব্র আক্রোশে

পরাজয় জানিনা শুধু জয় চাই সত্যের ভাগ্যকাশে ।

নখ উপড়ে দিয়েছ চোখ উপড়ে দিয়েছ কেয়ার করিনা

পেনিসে দিয়েছ ইলেকট্রিক শক তবুও আন্দোলন থামবেনা

থুথু দিলাম ঘৃনা দিলাম দিলাম পেচ্ছাবের বৃষ্টি

তোরা জানোয়ার তোরা হায়েনা তোরাই স্রষ্টার অধম সৃষ্টি ।

এখন সময় দান করিবার জীবন আর টাকা

সময় কর দান মত কর দান জ্বালাও বহ্নিশিখা

মজলুম মরে জেলখানাতে হয় বোন মোর ধষির্তা

লোপাট হল সোনার দেশের সোনার স্বাধীনতা ।

এখন সময় আঘাত করার জয় করিবার সামনে যাবার

আর স্বপ্ন দেখিনা আগামী কালের পরাজয় সূর্য দেখার।

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File