প্রসঙ্গ পরকীয়াঃ এটেনশান ইসলামিস্ট!
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৪ নভেম্বর, ২০১৩, ০১:৪৬:৫১ দুপুর
ছেলে ফাজিল পাশ। কর্মী ছিল। মেয়ে দাখিল ফেইল এবং কর্মজীবীও না।দুই জনেই ইসলামী রাজনীতির সমর্থক। এক সন্তানের জনক জননী। ছেলে বিয়ে করার পর দুই বছর পর্যন্ত বিদেশ ছিল। তারপর বউয়ের হক আদায় করার জন্যে দেশে চলে এসে ব্যবসা বানিজ্য করতেছে। গত ১৫ নভেম্বর দোকান বন্ধ করে রাত ১০ টায় বাসায় গিয়ে দেখে বউ নাই। পালাইছে।
রাতে মান সম্মানের ভয়ে কাউকে না জানায়া খুজছে। সকালে প্রশাসন ও শশুর পক্ষকে জানানোর পর শশুর পক্ষ হত্যা মামলা ও অপহরন মামলা দেয়। জেল হাজতে ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েকে পাওয়া গেছে।
কি বুঝলেন?
এখানে যেটা গুরুত্বপূর্ন সেটা হল
১. দুই জনেই মাদরাসা শিক্ষিত।
২. ইসলামী রাজনীতির সমর্থক।
৩. স্বামী স্ত্রী একসাথেই থাকে।
৪. গ্রামে থাকে।
৫. নারী উচ্চশিক্ষিত নয়।
৬. নারী কর্মজীবী নয়।
৭. এক সন্তানের জনক জননী।
এই খানে বেশীরভাগ ইসলামিস্টদের কাঙ্খিত গুনগুলো পাওয়া গেছে।
এই উপসর্গ নিয়ে গভীরভাবে ভাবতে হবে। মানুষ কোথায় যাবে? কার উপর রাখবে আস্থা!
বিষয়: বিবিধ
১৮২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন