হরতাল নির্দেশিকা।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৯ নভেম্বর, ২০১৩, ০৩:৫৪:৫৫ দুপুর



যে যেখানে আছেন প্রকাশ্য না পারলে গোপন সংগ্রাম কমিটি করুন।গ্রেফতার এড়িয়ে চলুন। নিজ এলাকার পরিবহন মালিকদের মোবাইল নম্বর কালেক্ট করুন। মার্কেট ব্যবসায়ী নেতাদের মোবাইল নম্বর কালেক্ট করে কল করে হরতাল পালনে অনুরোধ করুন। বিভিন্ন অফিস আদালত এর পরিচালকদের মোবাইল ও ঠিকানা সংগ্রহ করে পিকেটিংয়ে আওয়ামীদের র্কতৃক নির্বিচারে গুলি বর্ষনের কথা বলে অফিস আদালত বন্ধ রাখতে অনুরোধ করুন। পিকেটিংয়ে সিংগেল ম্যান থিউরী এপ্লাই করুন। হরতালের দিন বের করা রাস্তায় গাড়ী গুলোর নাম্বার সংগ্রহ করে রাখুন। মোবাইল ফোনে একশানে যাওয়া পুলিশের ছবি তুলে রাখুন।ফটো সাংবাদিকদের কাজে লাগাতে হবে। সারাদেশের আওয়ামী মাঠ নেতাদের সংঘর্ষে না জড়াতে অনুরোধ করুন। বলুন বামআলীগের কেন্দ্রীয় ইসলাম বিরোধী নেতাদের সাথে আমাদের মুল দ্বন্ধ। মাঠের আলীগদের সাথে ভালবাসার সম্পর্ক গড়ে বুঝিয়ে দিন কেয়ারটেকারের প্রয়োজনীয়তার কথা। আল্লাহ ও জনতা আমাদের পক্ষে। ইনশাআল্লাহ বিজয় আমাদের অনিবার্য।

বিষয়: বিবিধ

১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File