দেশের অবস্থা ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার ধারনার চেয়েও ভয়াবহ।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৭ নভেম্বর, ২০১৩, ০১:৫১:১৬ দুপুর



বাংলাভাষী ভারতীয় সৈন্যরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেশের মানুষের অঘোচরে আছে বলে খবরে প্রকাশ। হরতালে একে-৪৭ হাতে ভারতীয়দের আদলের গুলি করা রত লোকটিকে দেখে সচেতন মানুষ আরো নিশ্চিত হয়েছে। আওয়ামী মুখপত্র বিডি নিউজের সুবীর ভৌমিক ইন্ডিয়ান টাইমসে আলীগকে ক্ষমতায় ফেরাতে ইন্ডিয়াকে সব ধরনের সহযোগিতা করতে বলেছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ আলীগ নেতারা বলে যাচ্ছে এই নির্বাচন ২য় মুক্তিযুদ্ধ। মুজাহিদুল হক সেলিম বলেছে জামায়াতে ইসলামীই হবে মুল টার্গেট তাহলে বিএনপি এমনিতেই দুর্বল হয়ে যাবে। ভারত হতে ট্রেনিং প্রাপ্ত ১০০ জনের গুপ্ত গুম গ্রুপটির কথাও অনেকের জানা। হেফাজতের হাজারের উপর কর্মী মেরে লাশ গুম বা জামায়াত নেতা ও এন্টি আলীগার সালাউদ্দিন কাদেরকে ফাসিঁর রায় দেয়া সহ হরেক আলামত আছে পরিস্থিতি ভয়াবহ আন্দাজ করার। সাঈদীর মামলার রায়ের পরে যেভাবে আলীগ ডেসপারেটলি ১৫০ মানুষকে খুন করেছে বা বিএনপি ও ১৮ দলের শীর্ষ ৩৬ জনকে একসাথে যেভাবে কারাগারে পাঠিয়েছে, সম্প্রতি বিডিয়ারের ১৫২ জনের ফাসি ও বিনা দোষে নাসির উদ্দিন পিন্টুর যাবজজ্জীবন, তোফায়েল ও রাশেদ খান মেননের মন্ত্রী সভায় যোগ না দেয়া, পিউর বাম বাসদ ও সিপিবির আলীগের সাথে না থাকা, আলীগ কর্তৃক বিএনপি মুসলিম লীগ হয়ে যাওয়ার হুশিয়ারি , আসামের পত্রিকায় আলীগকে ক্ষমতায় ফেরাতে ১০০০ কোটি টাকার ভারতীয় প্রজেক্টের কথা, শিবিরকে ১০০০ বছরের ইতিহাসের সেরা নির্যাতন করা, দীর্ঘদিন ধরে জামায়াত ও ইসলামী দল নিয়ে ভারত আমেরিকার মন কষাকষি ও চীনের সম্প্রতি ট্রাডিশানাল পররাষ্টনীতির বাইরে নড়াচড়া করে উঠা, খালেদা জিয়ার অর্ন্তবর্তী সরকারের বিকল্প ফরমুলা উপস্থাপনের বক্তব্যে কেউ পাশে না থাকলে একাই লড়ার ঘোষনা প্রমান করে সামনে ভয়াবহ বিপদ। যে কোন পরিমান লাশের বিনিময়ে হলেও আলীগ আবার ক্ষমতায় ফিরতে মরিয়া। ইসলামকে এদেশের মাটি থেকে বিনাশ করে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক দেশ গড়ার এক ভয়াবহ নীলনকশায় এগিয়ে যাচ্ছে ভারতীয় দালালরা। মীরজাফরের ভুমিকায় নেমে অনেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে নজরানা পেশ করার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। সেনাবহিনী পুলিশ বিচার বিভাগ সহ প্রয়োজনীয় জায়গা গুলো আওয়ামী নাৎসী বাহিনীতে ভরপুর করা হয়েছে। মাঠ দখলে রাখার জন্যে সম্প্রতি ১৫০০ আওয়ামী এসআই নিয়োগ দেয়া হয়েছে।

দেশপ্রেমিক জাতীয়তাবাদী ইসলামপন্থী জনতার

যে কোন ভূল ইতিহাসের আরেকটি পলাশী তৈরী করতে পারে। হে আল্লাহ সেইভ বাংলাদেশ। সেইভ মুসলিম এন্ড ইসলাম।

ইয়ুরিদুনা লিইয়ুথ ফিয়ু নুরাল্লাহি বিআফওয়াহিহিম। ওয়াল্লাহু মুতিম্ম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।

বিষয়: বিবিধ

১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File