প্রসঙ্গ মওদুদীবাদ: আমাকে কি কেউ দয়া করে মওদুদীবাদটা বুঝিয়ে দিতে পারবেন?

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ৩১ অক্টোবর, ২০১৩, ১১:৪৭:২১ সকাল



১২ বছর একটানা শিবিরের সাথী সদস্য জীবন কাটিয়েছি। মাগাড় মওদুদীবাদটা বুঝিতে পারলাম না। ৫/৭ টা ফিকাহর কিতাব , পুরো কুরআন মোটামুটি ভাবে অর্থসহ পড়ার ও পুরো মেশকাত শরীফ , রাহে আমল এনতেখাবে হাদীস , হাদীস শরীফ , রিয়াদুস সালেহীন সহ কয়েকখানা হাদীস গ্রন্থও পড়েছি । মিযান মুনশায়েব, হেদায়াতুননাহু, সিফাতুল মাসদার সহ আরবী গ্রামার নিয়েও পড়া আছে। সাধারন সাহিত্য ইসলামী সাহিত্য উপন্যাস গোয়েন্দা সিরিজ সহ হাজারের উপর বই পড়েছি। সাথে মওদুদীর বই গুলো ভূল ধরার নিয়তে পড়েছি। মাগাড় শেষ পর্যন্ত মওদুদীর প্রেমে না পড়লেও মওদুদীর বইয়ের প্রেমে পড়েছি। ইসলামী কোন বিষয়ের রেফারেন্স বই পড়লেও সাথে মওদুদী কি বলেছেন সেটিও দেখি। নাইলে কেন যেন খালি খালি লাগে।

কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হওয়ার সুবাধে প্রোগ্রামিং , ডাটাবেজ , রেডিও এন্ড টেলিভিশন ইঞ্জিনিয়ারিং, সিগনাল প্রসেসিং, ডিজিটাল কমিউনিকেশন, রাডার এন্ড স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং , জিএসএম, টেলিফোনী সহ অনেক লেটেস্ট টেকনোলজি নিয়ে পড়েছি। জীবনের প্রথম পরীক্ষায় যেহেতু স্টার মার্ক নিয়ে পাশ করেছিলাম সেহেতু ব্রেনটাকেও খারাপ বলা যাবেনা। মোটামুটি মেধা থাকায় একটা নেটওয়ার্কিং কোম্পানীতে প্রথম সিস্টেম এন্ড সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিই। তারপর একবছর পলিটেকনিক ইনস্টিটিউটের লেকচারার ছিলাম। তারপর আড়াই বছর ধরে আছি একটা প্রাইভেট ব্যাংকের আইটি সেকশানে ।

ইসলামও বুঝলাম , আধুনিক বিজ্ঞানও বুঝলাম। মাগাড় মওদুদীবাদ বুঝতে পারলামনা!!! তাইলে মওদুদীবাদটা কি আরো কঠিন কিছু!

এটা কি বাকশাল?

বা শহীদ জিয়ার ৭ ই নভেম্বরের কাহিনী।

নাকি এটা মখা আলমগীরের বিল্ডিং নাড়ানোর কোন ভৌতিক ব্যাপার!

যদি তা না হয় তবে

মওদুদীর আলাদা কোন কালেমা আছে নাকি বা অন্য কোন ঈমান তত্ত্ব!

মওদুদীর সালাত কি ৭ ওয়াক্ত অথবা রোযার রাখার টাইম ১৭ ঘন্টা!?

না না হয়ত মওদুদী বলেছে যাকাত দিতে হইবে ৩%?

মনে হয় মওদুদী পাকিস্তান ভারতে গিয়ে হজ্জ করতে বলেছেন!!!

মওদুদীবাদটা মনে হয় একটা বিশেষ ধরনের পারমানবিক চুলকানী!

কালমার্কসের সমাজতন্ত্রও মোটামুটি বুঝি কিন্তু মওদুদীবাদটা চিনিয়া জানিতে পারিলামনা !!! তেনারা বড়ই ভাগ্যবান ! ইসলামের সব কিছু না বুঝিলেও মওদুদীবাদ বুঝিয়াছেন। আমারে তোমরা ছাত্র কইরা নাও। আমারও মওদদুদীবাদ জানতে ইচ্ছা করে।

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File