জামায়াত শিবিরের ভাইদের বলছি আলীগ হচ্ছে কাগুজে বাঘ। ধাওয়া দিলে ঘরে ঢুকে যাবে। জাস্ট ফাঁকাফাঁকি করে একটু বেশী।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৪ অক্টোবর, ২০১৩, ০২:০৮:২৯ দুপুর

জামায়াত শিবিরের ভাইদের বলছি

১.ভয় পাবেননা। আলীগ হচ্ছে কাগুজে বাঘ। ধাওয়া দিলে ঘরে ঢুকে যাবে। ফাকাফাকি করে একটু বেশী। জানের মায়া কার না আছে বলুন। আমার আপনার তো জানের মায়া নাই।

২.পুলিশ ও গোয়েন্দাদের বিভ্রান্ত করুন।

৩.পুলিশের পোষাকে ছাত্রলীগ যুবলীগ নেমেছে।

৪.পাবলিক প্রোপার্টি নয় বাকশাল হবে নির্ভূল টার্গেট।

৫.ঢাকায় পুলিশ সিভিল ড্রেসে অভিযান চালাচ্ছে।

৬.বখতিয়ারের ঘোড়া বলেছে

ইসলামী ব্যাংক এর গাড়ি পুলিশ,ডিবি অভিযান চালাতে ব্যবহার এর জন্য নিয়ে গেছে। সো কেয়ারফুল কেউ যেন ভুল কইরেন না।

৭.মোবাইল ট্রেকিং হচ্ছে।

৮.শিবির ভাবসাব চেহারা ও ড্রেসকে ফলো করা হচ্ছে। জামায়াত শিবিরের বাড়ি ঘর গোয়েন্দা নজরদারীতে রয়েছে।

৯.পরিকল্পিত প্রতিরোধ করতে হবে।

১০. প্রানহানী যাতে না ঘটে খেয়াল রাখতে হবে। প্রতিরোধে সিংগলম্যান ইউজ খারাপ তত্ত্ব না।

ধর্মনিরপেক্ষতা নিপাত যাক।

যেখানে দেখ মুজিব কোট -সেখানে হবে প্রতিরোধ।

আল্লাহু আকবার।

ফকির মজুমদার শাহ বলেছেন>>

সাধারণ মানুষের মনে চরম উদ্বেগ উৎকন্ঠা ঠিক তখনি ফকির আপনাদের সামনে নিয়ে এলো কিছু জ্যান্ত তাজা খবর। খবর হল-

১) গতকাল দেশের ৭টা বাল অকালে ঝরে গেল ... টাঙ্গাইলে ২টা, সিতাকুন্ডে ২টা, রাউজানে ২টা এবং রাজশাহীতে ১টা ... সারাদেশে যেন ফটিকছড়ি পরিস্থিতি বিরাজমান....

২) জনতার ধোলাই থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস বিমানবন্দরে আটক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর এপিএস মো. আনিসুজ্জামান দোলনকে সপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করা হয়েছে। গতকাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে।

৩) গথকাল দেশের বেশ কয়েকটি আওয়ামীলীগ যুবলীগ কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। খোদ রাজধানিতেই দুটি কার্যালয়ে আগুন!

৪) অন্য খবরে প্রকাশ আগামী ৩ মাসের সকল বিমান টিকেট অগ্রিম বুকড। যার অধিকাংশই ক্ষমতাসীনদের।

যাই হোক বোরোধী জোটের ২৫মে'র আল্টিমেটাম, টানটান উত্তেজনা, সংগ্রাম কমিটি, প্রেমালাপ, চিঠি চালাচালি, সংলাপ নাটক ইত্যাদির পর কী হয় তা দেখার অপেক্ষায় দেশবাসী। হানাহানিমুক্ত, রক্তপাথীন শীঘ্রই সুন্দর পরিবর্তনের প্রত্যাশায় ফকিরের প্রার্থনা.....

একমূহুর্তও সময় নষ্ট নয়। একমিনিটের ভূল বাংলাদেশ কে বিপন্ন করবে।

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File