সোনারবাংলাদেশ ব্লগ সম্পাদক মোহায়মেন ভাইকে খুব মনে পড়ছে।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৮ অক্টোবর, ২০১৩, ০৪:২১:৫৭ বিকাল
অনেকদিন হয়ে গেল। সোনারবাংলাদেশ ব্লগ সম্পাদক মোহায়মেন ভাইয়ের কোন খোজ পাইনা। যে মানুষটি জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ইয়াং জেনারেশন থেকে অনেক কলম সৈনিক তৈরী করতে পেরেছিলেন। যেখানে জাতীয়তাবাদী ও ইসলামী নেতারা অনলাইন জগত থেকে নিস্পৃহ ছিলেন কেউ কেউ টিটকারী মারত অনলাইন একটিভিস্টদের। ঠিক সেই দুঃসময়ে নিজেই উদ্যোগী হন সোনারবাংলাদেশ ব্লগ নিয়ে। দু:সাহসিক এই কাজটি করতে গিয়ে তাকে অনেকের বাকা মন্তব্য শুনতে হয়েছে। সরকার পক্ষ অনবরত থ্রেড দিয়েছে। মডারেশন করতে গিয়ে অনেক আপনজনের মনকষ্টের কারন হয়েছেন। কিন্তু যে গাড়ি চালায় সেই বুঝে। আমরা অনেকেই তাকে কোন সহযোগিতা না করেই প্রত্যাশা করেছি বেশী বেশী। নেতারা যেখানে ক্রিয়েটিভ কাজে উদাসীন ছিলেন সেখানে এসবি সম্পাদক ছিলেন অনন্য। এই গুনী ভাইটির জন্যে আমরাও ছিলাম অকৃতজ্ঞ।
আজ কোথায় তিনি? কেমন আছেন? আমাদেরই বা করনীয় কি?
মর্ম দহনে ভোগী। কেহ বিপদে পড়লে আমরা এই রকম নির্লিপ্ত কিভাবে থাকতে পারি। কেহ তার খবর জানলে জানাবেন।
সরি মোহায়মেন ভাই! আমাদের মত অকৃতজ্ঞ মানুষদের ক্ষমা কর!
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন