আজীবন ক্ষমতা & Islam

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০২:০১:৪৬ দুপুর



আজীবন ক্ষমতায় থাকার দর্শন কোরআন ফরজ করে নাই।

মৃত্যুর আগে কখন ক্ষমতা ছাড়তে হবে বিষয়টি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির ইচ্ছাধীন করাটাও কোরআন ফরজ করে নাই। আমৃত্যু ক্ষমতায় থাকতেই হবে এমন কোন নির্দেশনাও কোরআনে নেই।

সকাল ১০টা বাজে অফিসে আসতেই হবে এমন আইন বা নিয়ম বানানো কুরআন নিষেধ করেনা।

রাসুল সঃ এর যুগের পাথর ও চামড়াতে লেখা ছেড়ে কাগজে লিখা নিষেধ কুরআন বলেনা ।উট ঘোড়া ছেড়ে রেলে বিমানে গাড়ীতে চড়া কুরআন নিষেধ বলেনা । রাসুল স: এর যুগের ঘোড়া ঢাল তলোয়ার ছেড়ে আধুনিক অস্ত্রহাতে অন্যায়ের বিপক্ষে দাড়াতে কুরআন সেনাবাহিনীকে নিরুৎসাহিত করেনা।

রাসুল সা: এর বাড়ির ধরন বা বসার উপকরন ফলো করতে কুরআন জোড়াজুড়ি করেনা।

বরং কুরআনের কনসার্ন হল আমি যা বলেছি সব করছ কিনা ,যা নিষেধ করেছি তা বর্জন করছ কিনা এবং তোমার কোন কাজ আমার নিষেধের সিমিলার হয়ে যাচ্ছে কিনা!

ফরজ ওয়াজিব হালাল হারাম মানাটাই বাধ্যতামূলক। রাসুল সাঃ এর যুগের আর কোন সিস্টেম মানা অবলিগেটরী নয়।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File