ইভিনিং কামিল শিক্ষা চাই(বাংলাদেশ থেকে)

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২১ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৪৪:১৪ দুপুর

মাদরাসা শিক্ষা হল দ্বীনি শিক্ষার স্বীকৃত প্রতিষ্ঠান। কিন্তু দেখেন ... তারা বিভিন্ন নিয়ম কানুন তৈরী করে দ্বীনি শিক্ষাকে বাধাগ্রস্থ করছে। সাধারন কোন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট যদি মনে করে যে সে মাদরাসা থেকে কামিল (কোরআন) পরীক্ষা দিবে তখন তারা তাদের নিয়ম হেন তেন বলে আপনাকে আপনার জ্ঞান অর্জন স্পৃহা থেকে বিরত রাখবে। কোরআন বলছে "হাযা বায়ানুল লিননাছ"। কোরআন বলছে কোরআন সহজ কিন্তু মাদরাসা কোম্পানীর নিয়ম বানানে ওয়ালাদের ভাবশাব হচ্ছে কোরআন কঠিন। তারা কামিলে সাধারন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের নিবেনা। যত্তসব অথর্ব! এরা শার্টপ্যান্ট ওয়ালাদেরকে ইসলামী জ্ঞানঅর্জনের অযোগ্য মনে করে। না হলে মাদরাসায় এসএসসি পাশ করে কেন আলিমে ভর্তি হতে দেয়না। ? কেন ডিগ্রী পাশ করে কামিল করা যাবেনা। মানুষের মন যে কোন সময় হেদায়েতের জন্য তৈরী হতে পারে। যে কোন সময় মানুষ ইসলামী জ্ঞান অর্জনকে তার কর্তব্য মনে করে সুযোগ খুজতে পারে। তাই সকল গ্র্যাজুয়েটদের জন্যে কোরআন, হাদীস ,ফিকাহ ,আরবীতে ইভিনিং কামিলের ব্যবস্থা করে দেয়া হোক।

গতকাল দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের এক ভাই ইসলাম বুঝার লক্ষ্যে আরবী শিখার জন্যে ট্রাই করছে নিরন্তর। বিভিন্ন বিষয়ে তার ইসলামী অধ্যয়ন অসাধারন। অসংখ্য ইসলামী বই ও লেখককে তার অধ্যয়ন শেষ।অনেক প্রখ্যাত আলিমের সঙ্গ সে ইতোমধ্যে নিয়েছে। ইসলাম অধ্যয়নের জন্যে তার নিজস্ব একটা গ্রুপও আছে। একাডেমিক এক্সিলেন্সি অর্জনের ট্রাই তার মধ্যে বিদ্যামান। ইসলামী দর্শন অনেক ম্যাচিউরড। ইসলামী দর্শনের যেখানে যেখানে হোল আছে তা আইডেন্টিফাই করে কাজ করতে ইচ্ছুক সে। অ'সাম। এককথায় অ'সাম!

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File