ইসলাম বিষয়ে গবেষনায় আমি যে নীতি গুলো গুরুত্ব দিই (পরামর্শ চাই)
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৭ আগস্ট, ২০১৩, ১২:৩২:০৭ দুপুর
ইসলাম বিষয়ে গবেষনায় আমি যে নীতি গুলো গুরুত্ব দিই।
১. নিয়তের উপর প্রত্যেক কর্ম নির্ভরশীল।
২.ইজতিহাদ ভূল হলে এক সওয়াব সঠিক হলে দুই সওয়াব।
৩.মানবিকতা অগ্রাধিকার পাবে।
৪. ইসলাম সহজ ও মানুষের জন্যে কষ্ট সাধ্য হবেনা।
৫.ন্যায় বিচার পরিপন্থী হবেনা।
৬. জনস্বার্থ বিরোধী হবেনা।
৭.বৃহত্তর উদ্দেশ্য ও লাভ অগ্রাধিকার পাবে।
৮.ইসলাম সমাজ পরিচালনার জন্যে তাই সংকীর্নতার উর্ধে উঠে কুরআনকে মানবসমাজ পরিচালনাকারী রুপে বিবেচনা করতে হবে।
৯.জায়েজ কিনা তার থেকে বড় প্রশ্ন হচ্ছে কোন ভাবে নাজায়েজ কিনা!
১০. নতুন কোন বিষয় দ্বীনের অংশ মনে করে সওয়াবের নিয়তে করা হবেনা।
১১.অন্যধর্মের আনুষ্ঠানিক প্রোগ্রাম হবেনা।
এই বিষয়গুলো মাথায় রেখে আমি কুরআন ও ইসলাম গবেষনা চালানোর ট্রাই করি।
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন