পার্লারে সাজুগুজু মোবাইলে পুশিংপাশিং।একটু গানশুনা টিভি দেখা আর একটু শপিং

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৩ আগস্ট, ২০১৩, ০২:৫৯:৪৫ দুপুর

1.আপনি সুন্দরী তরুনী । খান ঘুমান বাথরুমে যান। পার্লারে সাজুগুজু আর মোবাইলে পুশিং পাশিং। একটু গানশুনা টিভি দেখা আর একটু শপিং । মাঝে মাঝে বেড়ানো। এই শেষ!

ভাল মা গঠনের প্রক্রিয়ায় গড়ে তুলুন কোন ক্রিয়েটিভ সংগঠন। পাশে পেয়ে যাবেন অগনিত কর্মী। আমি বিশ্বাস রাখি আপনাদের অনেকের ভিতরে লুকায়িত আছে মাদার তেরেসা বা জয়নাব আলগাজালী।

2 আপনি তরুন। ঘুম থেকে উঠবেন দেরীতে। ভার্সিটি যাবেন আর হা করে দেখিবেন তাহাদের। কোনমতে ভার্সিটি থেকে আসিয়া বাসায় রেস্টে নিবেন। রেস্ট থেকে উঠে বিকালের নাস্তা তারপর বন্ধুদের সাথে আড্ডা। মাগরিবের পরে গান শুনবেন তারপর একটু পড়া তারপর রাতে খাওয়া শেষে গভীর রাত অবধি শরীর ও টাকা নষ্ট করে প্রেম প্রেম খেলা।

একদিন তো মরে যাবেন! পৃথিবীতে নিঃশব্দে আসলেন আর পৃথিবীর ফুটপাতে হারিয়ে গেলেন। ব্লাড কানেক্টেড কয়েকজন কাদঁল তারপর মহাকালের গর্ভে বিলীন হলেন। এটাই কি আপনার পৃথিবী! মরে গিয়েও মানুষ অমর হতে পারে। কিছু কাজ করুন না প্লিজ! সাদকায়ে জারিয়া তথা মৃত্যুর পর কবরে সওয়াব পাওয়ার ব্যবস্থা করেন তো ভাই একটু।না হলে পরকালে বিপদে পড়তে পারেন।

3.উচ্চবিত্ত ও নিম্মেবিত্তের পাথর্ক্য যদি হয় এমন হয়!

নিম্মবিত্ত কমদামী খাবার খায় উচ্চবিত্ত বেশদামী খাবার খায়।

নিম্মবিত্ত কমদামী পোষাক পড়ে উচ্চবিত্ত বেশদামী পোষাক পড়ে।

নিম্মবিত্ত কমদামী টয়লেটে যায় উচ্চবিত্ত বেশদামীতে যায়।

নিম্মবিত্ত কমদামী লোকাল বাসে চড়ে উচ্চবিত্ত বেশদামী যানবাহনে চড়ে।

নিম্মবিত্ত কমদামী বাসা বাড়িতে থাকে উচ্চবিত্ত বেশদামী বাসায় থাকে।

খেয়াল করুন লাইফ স্টাইলে কোন পার্থক্য নাই। শরীরকে দিয়ে লিওনাল মেসির মত খাটিয়ে অনেক টাকা বানানো যায়। আপনি হয়ত একটু আরামপ্রিয় নিম্মবিত্তরা পরিপার্শ্বিকতায় একটু কম।

অল'স ওয়েল দেটস এন্ডস্ ওয়েল।

শেষ ভাল যার সব ভাল তার।

নিম্মবিত্তরা যদি শেষে জান্নাতে চলে যায় আর আমি আপনি জাহান্নামে(নরকে) চলে গেলে কেমনে কি হয় কন তো ?

সাধু সাবধান!

4.আপনার লাইফ স্টাইল হল খাওয়া ঘুম বাথরুম । তাইলে পশুপাখির সাথে আপনার লাইফস্টাইলের পার্থক্য কোথায়?

আপনি আশরাফুল মাখলুকাত -সৃষ্টির সেরা জীব। আপনার দৈনন্দিন রুটিনের সাথে পশুপাখির রুটিনে পার্থক্য থাকা আবশ্যক।

আপনি যদি জাগতিক জ্ঞান অর্জনের চেষ্টা চালান,আপনি যদি আল্লাহর দেয়া জ্ঞান অর্জনের জন্যে চেষ্টা চালান , আপনি যদি আল্লাহর বিধান বাস্তবায়নের জন্যে সাপোর্টিং জ্ঞান অর্জনের চেষ্টা করেন , হাক্কুল ইবাদ বা জনসেবা বা পরোপকারী হন সাধ্যমত , পৃথিবী তথা দেশের জন্য ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ কিছু তত্ত্ব দিতে পারেন অথবা যে কোন উপায়ে আপনি পশুপাখির জীবনাচারন থেকে একটু নিজেকে পার্থক্য করেন তাহলে পৃথিবীর মানুষ আপনাকে ফুলেল বরন করে নেয়ার জন্য তৈরী। মঞ্চ তৈরীতে বা আয়োজনে যতটুক দেরী হয় এই যা!

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File