জামায়াতের নিবন্ধন বাতিলঃ ইসলামপন্থীরা পেল দারুন অস্ত্র আর জামায়াত পেল সেইভ এক্সিট...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০১ আগস্ট, ২০১৩, ০৭:১৫:৪৫ সন্ধ্যা

জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। মনে রাখতে হবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হলেও দল নিষিদ্ধ হয় নি।



নিবন্ধন বাতিলের কারন কি?

সহজ সরল উত্তর । জামায়াতে ইসলামী "সকল ক্ষমতার উৎস জনগন মনে না করে আল্লাহ মনে করে"।

এই একটা কথা জনগনকে বুঝানো গেলে হয়ে যাচ্ছে। সহজ সরল স্পষ্ট উক্তি । কোন গোজামিল নেই।

জনগনকে বুঝানো গেলেই আগামী র্নিবাচন হয়ে উঠবে "আস্তিক নাস্তিকের ফাইনাল খেলা। "

খেয়াল করে দেখেন রাজনীতি করার দারুন অস্ত্র পাওয়া গেলরে ভাই।

আরপিও বা গনপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে আসলে কোন ইসলামী রাজনৈতিক দলের অস্তিত্ব বাংলাদেশে নাই। যারা এটা বুঝেছেন তারা এটা অনেক আগেই বুঝেছেন। এখন জাস্ট অফিসিয়ালী ডিক্লারেশনটা এক্সিকিউটেড হল।

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায়ে বাংলাদেশের অন্য ইসলামী রাজনৈতিক দলগুলোর টেস্ট হয়ে গেল। দেখা যাবে কে কি করে।

বিএনপি পেল ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতের সব কটি ভোট। তবে বিএনপি হারাল ইসলামী রাজনৈতিক দরগুলোর মানসিক বন্ধুত্ব।

আর জামায়াতে ইসলামী কি পেল???

জামায়াতে ইসলামী অনেক কিছুই পেয়েছে। যদি তাদের মাথা মোটা না হয়ে থাকে বিষয়টি বুঝার কথা।

যেমন ধরুনঃ

১. তারা বলতে পারবে দেখলেন আওয়ামীরা হল ইসলাম বিরোধী দল। তারা আল্লাহর আইন মানেনা। দেখলেন তো কোর্ট ব্যবহার করে কি কইরা দিল! আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে নিজেদেরকে নাস্তিক রায় দিয়া দিল।

২. ভিন্ন নামে তুরস্ক মডেলে রাজনৈতিক দল গঠনের সেইভ এক্সিট পেল জামায়াতে ইসলামী।

৩. " যুদ্ধাপরাধের বিচার যে ইসলামী রাজনীতি ও ইসলাম ধ্বংসের একটা নীল নকশা " জামায়াতের এই দাবীর বৈধতা পাওয়া গেল।

৪. নতুন দল গঠন করে জামায়াতের বাইরের ভিতরের সবাইকে নিয়ে সমাজ উন্নয়ন মূলক কাজ করার সুযোগ তৈরী হল। বলা যাবে যে "ইসলাম টিকিয়ে রাখতে হলে নতুন এই জোটের বিকল্প নেই। " ।

৫. জামায়াতের হাতে নতুন অস্ত্র তোলে দেয়াতে জামায়াতের বিশাল একটা অংশ খুশিতে আছে। সবাই উজ্জীবিত নতুন রুপে সংঘটনকে পাওয়ার জন্যে ,সবাই গা ঝাড়া দিয়ে উঠেছে।

৬.আওয়ামীরা নাস্তিক তা প্রমান করা সহজ হয়ে গেল।

৭.ইতিহাসের প্যাচকি এড়িয়ে এদেশে রাজনীতি করার বৈধতা পেল জামায়াত ঘরানার লোকজন।

৮. সকল ইসলামপন্থীদের এক করার ফাইনাল ক্ষেত্র তৈরী হল। এর পর আর কখনো ইসলামী ঐক্য গড়ার সুযোগের দরকার হবেনা। ইসলামের ঘোরতর বিপদে ইসলামী শক্তিগুলো এক না হলে যারা এক হবেনা তারা ইসলামের বিপক্ষের বিবেচিত হবে।

৯. রাজনীতি এসে দাড়িয়েছে "ইসলামের পক্ষের আর বিপক্ষের শক্তিতে "। তবে মাঠে খাওয়াতে জানতে হবে।

ভাববেননা... সাঈদীদের আনচ্যালেঞ্জে কিছু করতে দেযা হবেনা।

আওয়ামীলীগের সাথে ইসলামপন্থীদের স্থায়ী শত্রুতা তৈরী হয়ে গেল। এই শত্রুতা আলীগকে বাংলার বুক হতে নিশ্চিহ্ন করবে ইনশাআল্লাহ।

আসুন মিছিল ধরি....

আ তে আওয়ামীলীগ --- তুই নাস্তিক তুই নাস্তিক ।

বিষয়: বিবিধ

১৭১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File