দলান্ধতা ধর্মান্ধতা থেকেও মারাত্বক...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৪ জুলাই, ২০১৩, ১২:০৬:০৮ দুপুর
দলান্ধতা ধর্মান্ধতা থেকেও মারাত্বক। ধর্মান্ধতাকে রিমোভ করার জন্যে ধর্মের সঠিক ব্যাখ্যা করে বুঝানো যায়। দলান্ধতাকে আপনি কিভাবে দুরীভূত করবেন?
দলের প্রতি অন্ধ ভালবাসার কারনে দল ভূল করলে আপনি চেপে যান
বা এড়িয়ে যান।
নিজের দুঃসময়ে সহযোগিতার আশা করে আপনি দলের ভূলগুলোকে বলেননা ।
পদ চলে যাওয়া বা প্রমোশন পাওয়ার জন্যে আপনি দলের ভূল বলতে পারেন না।
অন্যদল সুযোগ পেয়ে যাওয়ার ভয় করে আপনি দলের ভূল বলেননা।
অভ্যন্তরীন ফোরামে বললে জনগন জানেনা বিধায় জনগনের কাছে ভূল করাটা উৎসাহিত হয় । আপনার দলের ভূল গুলো নিয়ে কি এটেম্ট নেয়া হল অন্য দল জানেনা বিধায় তারা আপনাকে ও আপনার দলকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠে এই বলে যে অমুক দলের লোক এই করেছে সেই করেছে তারপর নিজেরা বসে একটা কঠিন এটেম্ট নিয়ে নেয় অপজিশন নিয়ে । এভাবে ভূল পাল্টা ভূল চলে। নিজের দলের লোক ফৌজদারী অপরাধ করলে সাসপেনশনের পাশাপাশি আইনের হাতে সোপর্দ করার নজীর খুজে পাওয়া যায়না। অন্য দলের কারো প্রতি অপরাধ সংঘটন করা ব্যক্তিরা সবসময দলের ভিতরে বীরপুরুষ রুপে পরিগনিত হয়ে আসছে।
আদর্শগত দলান্ধতা সবচেয়ে মারাত্বক। আপনি আদর্শগত দলান্ধদের যা ই বুঝাননা কেন তার মাথার ভিতরে আগে ঢুকে যাওয়া কনসেপ্ট ই ঘুরপাক খাবে। সিস্টেম থেকে সুপিরিয়র সিস্টেম থাকতে পারে সে সেটা বিশ্বাস ই করতে চায় না।
সুপিরিয়র সিস্টেমের কথা শুধু টাওয়ারিং পারসোনালিটিদের (মানুষ মনে করে) কাছে থাকবে তা নয়। সাধারন ছাত্রজনতার ভিতরে দার্শনিক লুকায়িত থাকতে পারে। সাধারন ছাত্রজনতার ভিতর থেকে প্রতিভাবান প্লানমেকার ,দার্শনিক ,সমাজবিজ্ঞানীদের আলাদা করে মূল্যয়ন করা না গেলে জাতি পিছিয়ে যায়। ক্যারিশম্যাটিক লিডারগন প্লানমেকার দার্শনিক সমাজবিজ্ঞানীদের আলাদা করে মূল্যয়ন করতে জানেন বিধায় তারা ক্যারিশমেটিক। বেশিরভাগ ক্ষেত্রে প্লানমেকার ,দার্শনিক, সমাজ সংস্কারক, সমাজবিজ্ঞানীদেরকে সমসাময়িক সমাজ মূল্যয়ন করেনা। এই উঠতি প্লানমেকার দার্শনিক সমাজবিজ্ঞানীরা চলমান সিস্টেমের ড্রব্যাক খুজে বের করেন। মহান স্রষ্টা তাদের মনে ভাব উদয় করে দেন।
আদর্শগত দলের দলান্ধরা এই উঠতি প্রতিভাবানদেরকে নিজেদের চরম প্রতিদন্ধী ভাবেন শত্রু ভাবেন। অথচ এরাই দেশ ও জাতির ত্রাতা। চলমান সমাজ এদের মূল্যয়ন না করে দল, সমাজ ,দেশ থেকে বের করে দেয়ার ট্রাই করে কারন তারা চলমান ভূলের সমালোচক। নতুন সিস্টেমের প্রবক্তা। নতুন সিস্টেমের প্রবক্তাদের গ্রহন করতে পারা , মূল্যয়ন করতে পারা , কাজ দিতে পারা , সেবা আদায় করে নিতে পারা , তাদের চিন্তার সাথে হৃদ্যতাপূর্ন সহাবস্থান করতে পারার মধ্যে এগিয়ে যাওয়া নিহিত , বিজয় নিহিত, দেশে দল বিজয়ের ট্রিকস লুকায়িত , বিশ্ব সভ্যতায় সম্মানজনক জায়গা করে নেয়ার প্রস্তুতি জড়িত।
তাই আদর্শগত দলান্ধতা পরিহার করতে হবে।
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন