আমার জীবনে কতগুলো বইয়ের প্রভাব...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ৩০ মে, ২০১৩, ১১:১৭:৫০ সকাল

কিছু বই আমার খুব উপকার করেছে। পাঠকদের সাথে বইগুলোর নাম শেয়ার করছি। আপনাদের জীবনে যদি কোন বই আলোড়িত করে তা কমেন্টে লিখলে উপকৃত হব।

এই বইগুলো থেকে নাস্তিকদের সাথে ফাইট করার পাথেয় পেয়েছি।

১.The scientific Indication Of Holy Quran By Islamic Foundation.

২.বাইবেল কুরআন ও বিজ্ঞান : মরিস বুকাইলি

৩.আল কুরআন ইজ দ্যা অল সায়েন্স: আবু তালেব

------------------------------------------

এই ছয়টি বই পড়ে খুবই ইমোশনাল হয়ে কান্না করেছি।

১. ইষ্টিশন (কিশোর উপন্যাস) :ইসলামিক ফাউন্ডেশন।

২.কারাগারে রাত দিন : জয়নাব আলগাজালী

৩. বিষাদ সিন্ধু: মীর মোশাররফ হোসেন।

৪. হযরত আইয়ুব আ: এর জীবনী।

৫. একাত্তরের দিনগুলি: জাহানারা ইমাম।

৬.ভারত যখন ভাঙ্গল: নসীম হিজাজী।

-------------------------

এই বইগুলো পড়ে খুবই আলোড়িত হয়েছি।

১. বিবর্তনবাদ ও স্রষ্টাতত্ত্ব : মু: সাদিক

২. দি হানড্রেটস্ : মাইকেল এইচহার্ট

৩. সময়ের সদ্ব্যবহার ও জীবনের সফলতার চাবিকাঠি(টাইম ম্যানেজম্যান্ট):মিশরীয় রাইটার।

৪. রাসুলের যুগে নারী স্বাধীনতা: বিআইআইআইটি

৫. মাসিক পৃথিবী

৬. নবী, সাহাবীদের জীবনী।

৭. ডাঃ লুৎফর রহমানের রচনাবলী

৮. ডেলকার্নেগী রচনাবলী।

৯.কুরআনের আয়নায় বিম্বিত রাসুল (সঃ) লেখক অধ্যাপক মফিজুর রহমান

১০. ইমাম কুরতুবির রাসুলের (সঃ)বিচারালয়

-----------------------------------

আমার ইসলামের অনেক কনসেপ্ট ক্লিয়ার করেছে এই বইগুলো ।

ইসলামে পরিবার ও পারিবারিক জীবন: মাওলানা আবদুর রহীম।

ইসলামের দৃষ্টিতে নিকাব: মাওলানা আবদুল মান্নান।

আদাবে জিন্দেগী।

ইসলামের হালাল হারামের বিধান:মাওলানা আবদুর রহীম।

সীরাতে ইবনে হিশাম।

রাসুলুল্লাহর নামাজ।

জযীপ ও মাওজু হাদীস।নাসিরুদ্দিন আলবানী।

------------------------

বাংলাদেশের রাজনীতি বুঝার ক্ষেত্রে সহায়ক হয়েছে নীচের বইগুলো পড়ে

১. কালো পচিঁশের আগে পরে

২.জাতীয় রাজনীতি:৪৫-৭৫

৩. পলাশী থেকে বাংলাদেশ

৪. আমার দেখা রাজনীতির ৫০ বছর

৫. আমি যা দেখেছি যা বুঝেছি যা করেছি: মেজর ডালিম

৬. আমার ফাসিঁ চাই:মতিউর রহমান রেন্ট

৭. ডেড রেকনিং

------------------------------

দাওয়াতী কাজে যেই বই গুলো আমাকে সহযোগিতা করেছে।

১. দাওয়াত দানের হৃদয়গ্রাহী পদ্ধতি

২. দাওয়াতে দ্বীন ও তার কর্মপন্থা

৩. আমরা দাওয়াতের কাজ কিভাবে করব?

৪. আদর্শ প্রচারের পদ্ধতি।

------------------

সংগঠন :

সংগঠন বিষয়ে আমার ধারনাকে প্রাগ্রসর করেছে অনার্স লেবেলের ম্যানেজমেন্টের বই। সংগঠনের সিলেবাসের বই তো আছেই।

-------------------

এছাড়া হুমায়ুন আজাদ ও তাসলিমা নাসরিনের বই পড়ে বিরোধীদের বুঝার চেষ্টা করেছি।আমার জেল জীবনে হুমায়ুন আজাদের নারী বইটিকে আমি অনেক গুরুত্বের সাথে পড়েছি। সংগ্রামী নারী ও মহিলা সাহাবী বই দুইটিও আমাকে নারীদের বুঝার ক্ষেত্রে সহায়তা করেছে। হিলারী ক্লিনটনের জীবনীও আমাকে আলোড়িত করেছে। হিটলার ও কালমার্কসের জীবনীও আমাকে অনেক শিক্ষা দিয়েছে। সমরেশের উপন্যাস থেকে জীবনবোধ শিখেছি।

----------------------------------

আসাদ বিন হাফিজের "অনিবার্য বিপ্লবের ইশতেহার" আমাকে বার বার প্রেরনা দেয়। ফররুখ, কবি নজরুল ও রবীন্দ্রনাথের গান আমাকে মুগ্ধ করে। শিহরিত করে। জালালুদ্দিন রুমি , ইমাম গাজ্জালী , শেখ সাদী , আল্লামা ইকবাল রচনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি।

রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন দিয়ে শেষ করছি।

অন্তর মম বিকশিত কর সুন্দর কর হে

সুন্দর কর সুন্দর কর সুন্দর কর হে।

ভূল লিখলে কমেন্টে বলবেন আশা রাখছি।

বিষয়: বিবিধ

২৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File