অনুষ্ঠিত হল "ব্লগার প্রতিনিধি সম্মেলন -২০১৩"
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৫ মে, ২০১৩, ০৩:২৪:৪৪ দুপুর
ছবিঃ "ব্লগার প্রতিনিধি সম্মেলন-২০১৩"।
৪ ই মে'র ১৮ দলের সমাবেশ ও ৫ তারিখের হেফাজতে ইসলামের প্রোগ্রাম এবং আরো ব্যাতিক্রম কিছু চিন্তাভাবনা করার জন্যে স্থগিত করতে হল
"জাতীয় ব্লগার সম্মেলন-২০১৩" । তাতে কি হয়েছে ! সেই "জাতীয় ব্লগার সম্মেলন-২০১৩" আয়োজনের লক্ষ্যে ০৪.০৫.২০১৩ তারিখ সকাল ১০টায় ঢাকার মিরপুরে প্রিন্স হোটেলে অনুষ্ঠিত হল "ব্লগার প্রতিনিধি সম্মেলন"।
টানটান উত্তেজনা, ভারচুয়াল জগতে যাদের সাথে পরিচয় ছিল তাদেরকে প্রথমবারের মত দেখার আকুতি, তারুন্যের হারঁ না মানা বিপ্লবী উদ্যোম , দীপ্ত স্বপ্নের অযুত কথা । কি ছিলনা "ব্লগার প্রতিনিধি সম্মেলনে"!
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় ""ব্লগার প্রতিনিধি সম্মেলন-২০১৩"। এই সময় একটি পবিত্র আভা ছড়িয়ে পড়ে পুরো সম্মেলন কক্ষে। কারন ১০০% নাস্তিক এবং বিশ্বের আগাছা বাম মুক্ত ছিল "ব্লগার প্রতিনিধি সম্মেলন"।
ব্লগার বোরহান মাহমুদ , সরোজ মেহেদী , আজিজ সাইফুল্লাহ , তোহিদের নেতৃত্বে এগিয়ে যেতে থাকে "ব্লগার প্রতিনিধি সম্মেলন-২০১৩"।
ব্লগার আজিজ সাইফুল্লাহ সাভার ট্রাজেডির উদ্ধার অভিজ্ঞতা বর্ননা করে সম্মেলনকে আবেগঘন করে তোলেন। আর্তমানবতার তরে ব্লগারদের কমিটমেন্টর কথা ও কমিউনিটি ব্লগারম ফোরামের অবদান তোলে ধরেন।
নারী ব্লগারদের উপস্থিতি সম্মেলন কে পরিপূর্ন করে তোলে।
এই লিটল জিনিয়াস সম্মেলনকে আন্দোলিত করে।(Ashraf Aziz Ishrak Bin Fahim)
ব্লগার ওহিদুল সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের জন্যে আন্দোলনের কথা বললেন।
ব্লগার লোকমান বিন ইউসুপ "কমিউনিটি ব্লগার'স ফোরাম" নিয়ে তার কর্ম পরিকল্পনার কথা তোলে ধরেন।
মেধাবী অনেক ব্লগারদের পদধুলিতে ধন্য হয়েছিল "ব্লগার প্রতিনিধি সম্মেলন"
আমি এখনো সাহসী এই ব্লগারদের মিস করছি।
সুদুঢ় চট্টগ্রাম থেকে আসা ত্রি জিনিয়াস ওরফে জিনিষ। হাহ হাহ হাহ....
নেহায়েৎ ভাই ...কখনো থামবেনা যার হাসিঁ।
বক্তব্য রাখেন অনেক ব্লগার। ব্লগারের আরো ছবি।
ফাহাদ ভাই
সরোয়ার ভাই
একমাত্র শ্রমিক ব্লগার (ডানে)
লিংকন ও মামুন ভাই
ব্লগার লোকমান বিন নুর হাশেম
ব্লগার মনজুর
ব্লগার এমএম ওবায়েদুর রহমান
ব্লগার মাই নেম ইজ খান।
ব্লগার নাজমুস সাকীব।
ব্লগার নুরউদ্দিন
ব্লগার সাইফ
ব্লগার সুহৃদ আকবর
ওরা নতুন সূর্যোদয়ের অপেক্ষায় কাজ করে যাচ্ছে।
ব্লগারদের সবার বক্তব্যের শেষে বিভাগীয় সংগঠকদের নাম ঘোষনা করে ব্লগার সরোজ মেহেদী। শেষে উদর পূর্তি করার পর সালাম ও দোয়া বিনিময় আর নতুন বাংলাদেশ গঠনের শপথের মধ্যে দিয়ে বিশ্বাসী ব্লগারবৃন্দ আবার মিলিত হওয়ার আকুতি নিয়ে ফিরে গেলেন কম্পিউটারের কিবোর্ডে আর রাজপথে সত্যের পক্ষে লড়বেন বলে।
স্যালুট বিশ্বাসী ব্লগারবৃন্দ তোমাদের।
ব্লগারদের বক্তব্যের মধ্যে অনেক কথায় উঠে এসেছে নীচে তার চুম্বক অংশ।
১.মহান আল্লাহ তায়ালার উপর অগাধ আস্থা ও বিশ্বাস রেখে তারই সন্তুষ্টির লক্ষ্যে ও সকল ধর্মের অবমাননা বন্ধে কাজ করতে হবে।
২.বাম নাস্তিকদের সাথে কোন আপোস নাই।
৩. রাজনীতি নয় সামাজিক কাজ অগ্রাধিকার পাবে।
৪.দেশ গঠনে আরো বেশী বিশ্বাসী নারীদেরকে সম্পৃক্ত করতে হবে।
৫. জাতি ধর্ম বর্ন র্নিবিশেষে সবার সাথে কাজের মানসিকতা আরো বৃদ্ধি করতে হবে।
৬.স্বল্প , মধ্য ও দীর্ঘ মেয়াদী প্লান নিয়ে কাজ করতে হবে।
৭.সকলমতের বাকস্বাধীনতা নিশ্চিতের পক্ষে থাকতে হবে।
৮. সর্বোপরী দেশ ও সত্যের পক্ষে থাকতে হবে।
সবাই ভাল থাকবেন।
সৌজন্যেঃ
https://www.facebook.com/groups/cbblog.net/
https://www.facebook.com/bdcbf
বিষয়: বিবিধ
২১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন