সাভার ঘটনা নিয়ে তদন্ত কমিটির আমিই প্রধান। আপনার মতামত দেন একটুস খানি...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৫ এপ্রিল, ২০১৩, ০৩:০৪:৩১ দুপুর

এবার একটা গুরুত্বপূর্ন দায়িত্ব পাইছি আমি। সাভার ঘটনার তদন্ত দলের প্রধান আমি। এক সদস্য বিশিষ্ট তদন্ত দলের প্রধান আমি।

যেভাবে তদন্ত করবঃ

প্রথমে ঘটনাস্থলে যাব।

১.প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন করব সাভার ঘটনা কিভাবে ঘটল?

২.কেউ বেচে থাকলে জিজ্ঞাসা করব কত মানুষ এখানে ছিল?

৩.ভবনের কেয়াটেকারকে প্রশ্ন করব "আপনি কি শিউর রানা প্লাজা ইট বালু সিমেন্ট দিয়ে তৈরী ?" নাকি অন্য কিছু দিয়ে?

৪.এই গার্মেন্টসের মালিকের নাম কি?

৫. বেচে থাকা শ্রমিককে বলব আপনি কি আহত ? আপনার বাড়ি কোথায়?

৬.আপনি কতটুকু ব্যথা পেয়েছেন ? কতদিন এই ঘটনার জন্য কাদঁবেন?

৭. চুপিসারে বলেন "কতজন মারা গেছে?"। আমি কিন্তু এই প্রশ্ন নিজে জানার জন্য করছি। ঘুর্নাক্ষরে উত্তর প্রকাশ করবনা। সরকার প্রধানকে বলব বাইর থেকে লাশ এনে এখানে বিরোধীদল ষড়যন্ত্র করছে।

৮.সরকারের জনপ্রিয়তায় ভীত হয়ে ১৯৭১ও৯০ এর পরাজিত শক্তি ক্যান্টনমেন্ট থেকে ঘটিত হওয়া জাগদলের মুল পরিকল্পনায় ৭৫ এর বিজয়ী শক্তিকে নিয়ে সাভার ঘটনা ঘটাচ্ছে। শিবির ফু দেয়াতে এই ঘটনা আর কি! এই ভবনটা শিবির চেয়েছিল জেলগেইটে ফেলে জেলের ফটক ভাংতে। যুদ্বাপরাধীদের বাচাতে এই তান্ডব।

৯. অবশ্যই সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা দেয়া হবে।ক্ষতিগ্রস্থ ফ্যামিলি লাইনে না আসলে মতিয়া চৌধুরীর যুবলীগ আছে না!

১০. লাশ লুকাতে হবে ক্ষতিগ্রস্থদের স্বার্থে। কারন তাদের শোক আরো বেড়ে যেতে পারে। কি বলেন আপনি এই ব্যপারে?

ঠান্ডা না হলে যুবলীগ আছেনা ?

যাই হোক আমি তদন্ত দলের প্রধান। মন খুলে কথা বলুন। অনেক সুন্দর দেশে এই সব অঘটন ভূলে যাওয়ায় ভাল। মুজিবের বেটির শাসনামলে আমরা হ্যাপী। বেশ হ্যাপী। ঘটুকনা ২/১ টা রানা প্লাজা সাভার। বিচ্ছিন্ন ঘটনা বলে কথা!

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File