হায়রে ভূজপুর! তুই মহাপাতকী।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২০ এপ্রিল, ২০১৩, ০৫:০৮:৪১ বিকাল
১১ ই এপ্রিল ভূজপুরে ঘটে যায় স্মরনকালের মহাপ্রতিরোধ।প্রাইম মিনিস্টার , মাহবুবুল আলম হানিফ , সাদেক হোসেন খোকা, এমকে আনোয়ার সহ সবাই ফটিকছড়ি নিয়ে গালবাজীতে ব্যস্ত। অন্যদিকে..........
১.এক পরিবারের বড় ভাই ও ছোট ভাই সবাইকে পুলিশের দৌড়ানি খাইতে হচ্ছে।
২.কোন পরিবারের ছোট ভাই বিনা এজাহারে এরেস্ট আর বড় ভাই এজাহারের আসামী ও ফেরারী।
৩. কারো বাড়ির সব পুরুষ পলাতক।
৪. কারো ঘরে চাল ডাল রান্নার তৈজস নাই।কারন উপার্জনক্ষম ব্যক্তি পলাতক।
৫. কারো বাড়িতে অসুস্থ ব্যক্তিকে দেখার কেউ নেই কারন সব পলাতক।
৬. কারো ছেলেকে ইন্ডিয়া নিতে হবে মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিন্তু বাপ পলাতক ।
৭.কারো আবার ছোট চাচা এরেস্ট আর বাপের অপারেশন বাট ছেলে পলাতক।
৮. সব ঘরে ঘরে কান্নার আওয়াজ। টিকসবাজী হচ্ছে বেশ। বিরোধীরা ধরিয়ে দিচ্ছে বিরোধীদের। বেশী করে গ্রেফতার করে বানিজ্য করে থানা থেকে ছেড়ে দেয়া হচ্ছে। বিরোধী ব্যবসায়ী থেকে চাদাবাজী হচ্ছে দেদারছে। মুখ খুলছে না কেউ। আহাজারী আর আহাজারী।
৯. রিমান্ডে অনেকেই আহত।
১০.কেউ বা শূন্য হাতে ঘর ছাড়া খাবে কি কে জানে। ১১.অনেকেই দিন মজুর । আয় নাই লোক ব্যয় করবে কেমনে?
১২.গ্রেফতার এড়াতে অনেক আহতরা বিনা চিকিৎসায় ঘরছাড়া হয়ে ভূগছে।
১৩.সবাইয়ের মোবাইল বন্ধ। আইনী সহায়তার উদ্যোগ নেয়ার কেহ নেই। সবাই মামলা খেয়েছে। কে কাকে দেখবে! সবার বিপদ। ১০-নম্বর বিপদ সংকেত।
আর নেতারা থাকে গালবাজীতে। মানবতা বিপর্যস্ত।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন