নাস্তিক মুরতাদ সেকুলার- এই মূহুর্তে বাংলা ছাড়...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৬ এপ্রিল, ২০১৩, ১১:৩০:৩১ রাত
নয়ন ভরে লংমার্চ দেখলাম ঘুরে ঘুরে। শাপলা চত্তর থেকে যাত্রাবাড়ী, শাপলা চত্তর থেকে প্রেসক্লাব, শাপলাচত্তর থেকে কাকরাইল শান্তিনগর। লোকে লোকারন্য। অন্য বাংলাদেশ দেখল ঢাকাবাসী। বাংলাদেশের মানুষের ঈমানী চেতনার খুশবু কাছে না আসলে আপনি বুঝতেই পারবেননা। চক্ষু মন শীতল হল আজ । প্রশান্তির ঘুমে আচ্ছন্ন হব। মহাখালী থেকে শাপলা চত্তর পর্যন্ত মিছিল করে আর মিছিল ধরে গিয়েছি। এই স্বাধীনতা অনেক সুখের অনেক তৃপ্তির। শুকরান আল্লাহ।
লংমার্চ মিছিলের অন্যতম শ্লোগান ছিল
কুরআন বিরোধী নারী নীতি
বাতিল কর করতে হবে।
কুরআন বিরোধী শিক্ষা নীতি
বাতিল কর করতে হবে।
আল্লাহর উপর পূর্ন আস্থা
সংবিধানে ফিরিয়ে আন।
ঘাদানিকের আস্থানা
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও।
নাস্তিক মুরতাদ সেকুলার
এই মূহর্তে বাংলা ছাড়।
ফাসি ফাসি ফাসিঁ চাই
নাস্তিকদের ফাসিঁ চাই।
নাস্তিদের আস্তানা
জালিয়ে দাও পুড়িয়ে দাও।
আল্লাহ নাস্তিক মুক্ত দেশ গড়ার তাওফিক দাও।
পুরোটা সমাবেশ আমি ঘুরে ঘুরে দেখেছি। কথা বলেছি অনেক মানুষের সাথে । বুঝার চেষ্টা করেছি। বুঝেছি বাংলা বসন্ত খুবই সন্নিকটে। একজন রশিদ ঘানুসি দাও আল্লাহ। একজন মুরসীকে দাও আল্লাহ।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন