যে ইতিহাস নিরবে কাঁদে! প্রজা শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান! কবি রবী ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে স্মৃতি (ধারাবাহিক চলবে.....)
লিখেছেন লিখেছেন বিবেক ০৮ মে, ২০১৪, ০১:৫৭:৪৫ দুপুর
কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বাংলা ভাষার কবি, নোবেল প্রাইজ প্রাপ্ত কবি। বাংলাভাষার প্রতি তাঁর অবদান সীমাহীন। প্রতিটি শিক্ষাবর্ষে তাঁর কবিতা পড়ে বড় হয়েছি। ছোট গল্প রচয়িতা হিসেবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর হাজারের মাঝে অন্যতম। কবি রবীর গান আরেক কবি সুফিয়া কামালের কাছে ছিল এবাদত তুল্য...। বাংলাসাহিত্যের প্রতি তাঁর দান, তাঁর সাহিত্য সম্ভার অতুলনীয়।
তারপরও কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মানুষ এবং একজন ভারতীয়। তাঁর লিখিত গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে বিগত ৪০ বছর ধরে চলে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি ও জমিদার। তিনি তাঁর লেখা আমার ছেলেবেলাতে লিখেছেন, পেটের খিদে, গায়ের জ্বর তাঁকে কখনও আক্রান্ত করেনি। বহু চেষ্টা করেও তিনি শরীরে সর্দি লাগাতে পারেন নি। খিদের অনুভূতির জন্যে না খেয়ে পালিয়েছেন, তবে বাঁচতে পারেননি; দাদীর কারণে। একটু জ্বর বা সর্দি আসার জন্যে বেশীক্ষণ পুকুরে থেকেছেন। সর্দি-জ্বর তো আসেই নি উল্টো দাদী কবিরাজ ঢেকে নাতীর চিকিৎসা করাতেন। সোনার চামচ মুখে জন্ম নেয় কবির জমিদারী ছিল বর্তমান বাংলাদেশের পাবনা-শাহজাদপুর অঞ্চলে। তাঁর প্রজারা প্রায় সবাই ছিলেন মুসলিম, গরীব ও অশিক্ষিত। ১৪ই নভেম্বর ১৯১৩ সালে কবি সাহিত্যে নোবেল পুরষ্কার অর্জন করেন। নোবেল পুরষ্কার প্রদান নিয়ে পরবর্তীতে বহু বিতর্ক শুরু হয়; ইদানীং কালেও নোবেল পুরষ্কার নিয়ে বিতর্ক চলে; তবে রবী ঠাকুরের পুরষ্কার দিয়েই এই পুরষ্কার বিতর্কের অপ যাত্রা শুরু হয়। তারপরও তিনি আমার মায়ের ভাষার কবি, আমাদের জন্য গৌরব ও জাতির অহংকার।
তিনি সাহিত্যে নোবেল পেয়ে দুনিয়া-ব্যাপী পরিচিতি পেয়েছেন। আশ্চর্য হতে হয় সাহিত্যে নোবেল পাওয়ার পরও তিনি তাঁর প্রজাকুল শিক্ষিত হোক তা মনে প্রাণে চাইতেন না। যার কারণে তিনি তাঁর প্রজাকুলের অচ্ছুত সন্তানদের জন্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করবে দূরের কথা, ন্যুনতম একটি প্রাথমিক বিদ্যালয় দেওয়ার গরজও অনুভব করেননি! ঠাকুর নিজে বলেছেন, তাঁর সকল প্রজারা খুব প্রভু ভক্ত, সরল ও সোজা প্রকৃতির। বঙ্কিম চন্দ্র লিখেছেন, “রবী ঠাকুর তাঁকে বলেছেন, ঠাকুরের প্রজারা খু্বই ভাল, কোন হট্টগোল করেনা, যথা সময়ে খাজনা পরিশোধ করে, তারা প্রভুকে প্রভূত ইজ্জত করেন"। তিনি আরো বলেছেন, 'মুসলমানেরা তাদের পয়গম্বরকে যেভাবে ইজ্জত করে, জমিদার কবি রবী ঠাকুরকেও সেভাবে ইজ্জত করে'। কথাটি বঙ্কিমের উদ্ধৃতি, রবী ঠাকুরের নয়। কথার সত্য মিথ্যার দিকে না গিয়েও বলা যায়; প্রজারা ঠাকুরকে মনে প্রাণে ইজ্জত করতে কুণ্ঠিত হতেন না এটা প্রমাণিত; তবে ঠাকুর প্রজা কূলের শিক্ষার জন্য সামান্য কিছু করেছেন, তিল পরিমাণ অবদান তাঁর জমিদারীর কোথাও দেখা যায় না! চলবে..............
বিষয়: বিবিধ
২৭৫৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুর হ পাকি.........
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
জন্মদিনে শুভেচ্ছা।
"রবীন্দ্রনাথ পশ্চিমাপ্রেমি দালালদের দালালীতে, রবীন্দ্রনাথ ইংরেজদের তলাচাটাদের চাটুকারীতে।"
মন্তব্য করতে লগইন করুন