টুঙ্গি পাড়ার মহা সম্মানিত সন্তান, পুরো দেশটাই যদি নিয়ে নেয় আপত্তি কেন? বুঝলাম না!

লিখেছেন লিখেছেন বিবেক ০৭ মে, ২০১৪, ০২:৫৭:০২ দুপুর



- যার পিতা ২৬শে মার্চের কালো রাতে জাতিকে মৃত্যু কূপে ফেলে নিজে পাকিদের মেহমান হয়েছিলেন!

- ইনি তার বোন যিনি বর্তমানে প্রধানমন্ত্রী যার স্বামী মুক্তিযুদ্ধের পুরো সময় পাকিস্থানীদের চাকুরী করেছেন, তাদের বেতন ভাতা তুলেছেন, খেয়েছেন।

- ইনি তার কণ্যা যার মা মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী আর্মির কাছে আবেদন করেছিলেন মেয়ের জামাইয়ের বেতন টা যাতে ঠিক সময়ে বাসায় পৌঁছিয়ে দেয়।

- ইনি তার মেয়ে, যার পিতা তার কর্মীদের বলেছিল, ২৫শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হবে, তোমরা সবাই কেরানীগঞ্জের ওদিকে লুকিয়ে থাকবে। পুরো দেশের ছেলেরা মারা পড়বে, আন্দোলন জমবে।

- ইনি সেই পরিবারের সন্তান মুক্তিযুদ্ধে যে পরিবারের কেউ যুুদ্ধে অংশ নেয়নি।

- ইনি সেই পরিবারের সন্তান যারা, মুক্তিযুুদ্ধের কাহিনী ব্যবসা করে কাড়ি কাড়ি টাকা কামিয়েছেন, অথচ যুদ্ধে কোন অবদান ছিলনা।

- ইনি সেই পরিবারের সন্তান যার সমুদয় রক্ত সম্পর্ক আত্মীয় বিদেশী নাগরিক।

- ইনি সেই ব্যক্তির স্ত্রী, যিনি ১৯৯৬ সালে ভারতীয় শিখ ব্যবসায়ীর সাথে মিলে হাজার হাজার কোটি টাকার শেয়ার বাজার থেকে লুণ্ঠন করেছিলেন।

- ইনি সেই পরিবারের সন্তান ৭৪-৭৫ সালে অসহায় মানুষ গহীন রজনীতে বিনিদ্র অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে কান্না করত, আল্লাহ এই জালিম গোষ্টি থেকে তুমি আমাদের প্ররিত্রাণ দাও।

তিনি ১০০১ টাকার বিনিয়মে বাড়ীর মালিক হচ্ছেন! তিনি যদি এক টাকাও না দিতেন তাহলে এই পঙ্গু জাতির একজনও কি বেচে আছে যে, সাহস করে প্রশ্ন করবে! তারাতো ভাবে পুরো দেশটাই তো তাদের।

বিষয়: বিবিধ

১৮৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218547
০৭ মে ২০১৪ দুপুর ০৩:১৯
পুস্পিতা লিখেছেন : পুরো দেশ তো আসলে ওরা কোন বিনিময় ছাড়া ভারতের হাতে লিজ দিয়ে দিয়েছে। এখন যেভাবে ইচ্ছা সেভাবে তারা সবকিছু ব্যবহার করবে, দখলে দিনে! শুধু ইন্ডিয়ার পারমিশন থাকলেই চলবে!
218553
০৭ মে ২০১৪ দুপুর ০৩:২৪
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামীলীগ ।
আর আওয়ামীলীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
এদেরকে কি বলবেন মনে যা ইচ্ছে তাই করছে। বলার বা ঠেকাবার কেহ আছে কি ??।
218561
০৭ মে ২০১৪ দুপুর ০৩:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অসুবিধা নাই! যে আইনে খালেদা জিয়ার নামে বরাদ্দ বাড়ির বাতিল করা হয়েছে সেই আইন এই ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
218564
০৭ মে ২০১৪ দুপুর ০৩:৩৪
আহ জীবন লিখেছেন : ভোলাভালা আমি বড়ই সাদা সিধা রে, পেটে বড় খিদা রে।
ভাত খাব মাছ খাব আম খাব দেলা খাব ফসল খাব জমি খাব গালি দিলে গালি খাব হাজার বর্গ মাইল খাবও।
218582
০৭ মে ২০১৪ বিকাল ০৪:০৬
ছিঁচকে চোর লিখেছেন : দেশ ও জাতি গঠনে তাদের অবদান অনেক তাই এই ছোটখাটো বাড়ি নিয়ে বিতর্ক করার কিছু নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File