সুচিত্রা সেন, হাসু গান্ধি, ররীন্দ্র নাথ আর আশুতোষ সবাই একই হিংসের বীজ থেকেই উৎপন্ন
লিখেছেন লিখেছেন বিবেক ০৫ মে, ২০১৪, ১১:৩১:১৯ সকাল
বাংলাদেশী হিন্দুদের দেশপ্রেম আসলেই প্রশ্নবোধক!
যুদ্ধের সময় সকল হিন্দুরাই ভারতে পালিয়ে যায়!
বাংলার মুসলমানেরাই লড়াই করে দেশ স্বাধীন করে!
ত্রিশ লাখ শহীদের উনত্রিশ লাখ নিরানব্বই হাজারই ছিল মুসলমান!
সেই ত্রিশ লাখের ০.০০০১% ও আওয়ামীলীগ ছিলনা!
বর্তমানে হিন্দুদের সম্পত্তি কেউ কিনতে চায়না!
যে ইতিপূর্বে কিনেছে সে মরেছে অথবা মরবে!
কারণ সে শত্রু সম্পতি কিনে অপরাধ করেছে!
চট্টগ্রামের পটিয়ার আশুতোষ চক্রবর্তীর সাত ভাই ব্রিটিশ আমলে এম এ পাশ করে। তার মা বাংলাদেশী হিসেবে রত্মাগর্ভা উপাধি পেয়েছিল। সেই আশুতোষের সকল ভাই ভারতে চলে গিয়েছিল আজীবন বাংলাকে ঘৃণা করত। তাদের নামে পটিয়ায় আশুতোষ কলেজ প্রতিষ্ঠা পাবার পরও তাদের কাছে ভারতের দাসত্ব ভাল লেগেছিল।
আশুতোষ চক্রবর্তীর ছেলে শ্যামা প্রসাদ মুখার্জী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল। ঢাকাতে যাতে 'ঢাকা বিশ্ববিদ্যালয়' হতে না পারে সেজন্য সে রবী ঠাকুরের সাথে মিলে আমরণ অনশন করেছিল। এত বড় নিমক হারামের দল স্বয়ং বরী ঠাকুরও বাংলাদেশী ছিল! ভারতে বাংলাদেশী চক্রবর্তীদের কোন সম্মান নাই, তাই চক্রবর্তীরা ভারতে গেলে মুখার্জী, ব্যনার্জি, মুখোপাধ্যায়, পাছাপাধ্যায় নাম দিয়ে বিলীন হয়ে যেতে হয়।
সুচিত্রা সেনা বলেন আর হাসিনা গান্ধী বলেন এগুলো সবই হিন্দুের হিংসার বীজ থেকে উৎপন্ন। এদের দেশপ্রেম বলতে কিছু নেই। বাংলাদেশকে বাপের বাড়ির সম্পদ তোলার জায়গা মনে করে মাত্র।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন