আগামী কালের জন্য গণ-ঝাড়ুদার মঞ্চ প্রস্তুত, অংশগ্রহণ কারীদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য
লিখেছেন লিখেছেন বিবেক ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৪৫:১১ বিকাল
জাতীয় গাঁজাখোর নেতা-কর্মীরা (কাদের সিদ্দীকির ভাষায়) নতুন করে টাকা পয়সার গন্ধ পেয়েছে। তারা অতীতের মত আগামীকালও মুক্তিযুদ্ধ ব্যবসার পসরা সাজাতে গনঝাড়ুদার মঞ্চে আবির্ভূত হচ্ছেন। যারা কয়েক ওয়াক্ত ফ্রি খেতে চায়, বিনা টাকায় গাঁজার কল্কেতে টান মারতে চায়, একদম ফ্রি ও ফ্রি স্টাইলে মদের বোতলে চুমুক মারতে চায়, নানা ধরনের তরুণীদের দেখে যারা চোখের ব্যায়াম করতে চায়, শিক্ষানবীস গলাবাজেরা যারা গালাগালি শিখতে চায়। তারা প্রস্তুতি নিচ্ছে, আগামী কাল দুপুরে গনঝাড়ুদার মঞ্চে যেতে।
গনঝাড়ুদার মঞ্চের সময়সূচী: আদালতের রায়ের সাথে সম্পর্কযুক্ত।
বিশেষ দ্রষ্টব্য: যারা টিভিতে মুখ দেখাতে ইচ্ছুক, তারা আগে ভাগে গিয়ে রাস্তায় বসে পড়তে হবে। দেরী করে গেলে ক্যামরা নাসিরুদ্দীন ইউসুফ গংদের দখলে চলে যাবে।
রাত্রে যাদের ভাল ঘুম হয়নি: তারাও সেখানে গিয়ে ঠিক রাস্তার মাঝখানে কাঁথা বালিশ বিছিয়ে শুয়ে পড়তে পারেন। কারণ আদালতের রায়ের দিনে সেখানে সকল প্রকার প্রতিবাদ বৈধ।
সাত সকালে সৌচ কর্মে সমস্যা হলে: নিশ্চিন্তে চলে আসবেন, গন ঝাড়ুদার মঞ্চের পাশেই ফোয়ারার নীচে নিরাপত্তা কন্ট্রোল কক্ষে, র্যাব-পুলিশের নিরাপত্তায় অস্থায়ী পায়খানার ব্যবস্থা আছে। পরিষ্কার পানির সরবরাহ আছে, যত বার ইচ্ছে সেখানে গমন করতে পারবেন, প্রয়োজনে বিপদগ্রস্থ কাউকে এখানে এনেও বিনা পয়সায় ঝামেলা সারাতে পারবেন।
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন