এইসব দর্জীদোকানদারেরা

লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ২৯ মার্চ, ২০১৩, ১২:৫৩:৪৪ রাত



পোশাক মানুষকে রুচিশীল এবং ব্যক্তিত্ত্বপূর্ণ করে, আর সেইখানে যখন কেউ এই অঞ্চলের অধিবাসীদের পছন্দকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সামাজিক নিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন কোন পোশাক চালু করতে গিয়ে ব্রেইন ওয়াশ করার উদ্দেশ্যে বিলবোর্ডে শৈল্পিক আদিমতম প্রাচুর্যের সমন্বয়ে মানহানিকর পোশাক প্রদর্শন করে তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উচিত এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ করা।

সম্রাজ্য সম্প্রসারণের ঘৃণ্য ইচ্ছাপোষন কারী পুঁজিবাদী এইসব দর্জীদোকানদারেরা সোশ্যাল বিজনেসের নাম করে শুরু করেছিলো এইসব খলিফাগীরি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে টার্গেট করে, মধ্যবিত্তের মনে লুকিয়ে থাকা উচ্চবিত্ত হওয়ার আকাঙ্ক্ষার মুখে নিজেদের টোপ ঝুলিয়ে বহুত কামিয়েছে তারা।

কিন্তু প্রজন্মকে ইচ্ছে মত পোশাক পরিধান করানো তো তাদের কাজ না, বরং তাদের কাজ হচ্ছে প্রজন্মের ইচ্ছা মত জামাকাপড় বানানো। প্রজন্ম পড়বে তার সংস্কৃতির পরিচায়ক, বিশ্বাসের উজ্জ্বল প্রতিফলন, এবং রুচির উন্নত বহিঃপ্রকাশ ধারণ করে এমন পোশাক। অথচ এইসব কানুন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারাই নির্ধারণ করছে এই অঞ্চলের মানুষের জীবন ধারণের অন্যতম উপাদান পোশাককে।

এটা অবশ্যই সামাজিক নিরাপত্তার জন্য চরম হুমকি।

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File