যে রক্ত বেড়ে উঠেছিলো এই স্বদেশেরই আকাশে বাতাশে

লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ০২ মার্চ, ২০১৩, ০৩:১৫:১৬ দুপুর

আমিও জানি মানবতা শব্দটির ভুল ব্যবহার হচ্ছে সবার দ্বারাই, এটা ব্যবহার করেই যুদ্ধাপরাধ যায়েজ করা হয় আবার তা না যায়েজও করা হচ্ছে, ঠিক তেমনি এটা ব্যবহৃত হচ্ছে শতাব্দীর পর শতাব্দী শাষকগোষ্ঠীর ধারালো তলোয়ার হিসেবে। যারা ব্যবহার করে তারাই আবার অপব্যবহারও করে... কখনো এটা ভয়াবহ ভাবে এক চোখা, কখনোবা ৭১এর শহীদ কখনো সাগর রুনির মৃত প্রেতাত্মা, কখনো বিশ্বাজিৎ, আবার কখনো ধর্মপ্রাণ (কারো ভাষায় ধর্মোন্মাদ) মানুষের মুখে শক্ত বুটের আঘাতে থেঁতলে দেয়া নাকের কুরকুরি।

তাত্বিক টার্মগুলো প্রায় সবগুলোই চাইলে কল্যাণে বা অকল্যাণে সকল স্থানেই ব্যবহার করা যায়। যেমন ব্যবহৃত হয় ডেমোক্রেসির ফুলঝুরি, যেমন ব্যবহৃত হয় ধর্ম, যেমন ব্যবহৃত হয় কমিউনিজম... আসলে সাবজেক্ট তো মানুষ। খারাপ মানুষের হাতে পরলে পবিত্রতা শব্দটিও অপবিত্র হতে সময় লাগে মুহুর্ত মাত্র।

এর পরেও যারা মরে তারা আমার কাছে কেবল মানুষ, যাদের ভেতরে সম্ভাবনা ছিলো সংশোধনের, যাদের ভেতরে সম্ভাবনা ছিলো আলোর... আসলে বলতে হয় যাদের শিরায় উপশিরায় আপনার আমার মতই প্রবাহমান রক্ত ছিলো। যে রক্ত বেড়ে উঠেছিলো এই স্বদেশেরই আকাশে বাতাশে।

বিষয়: রাজনীতি

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File