জানিনা ছেলেটা কোথায় আছে
লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ০১ জুলাই, ২০১৩, ১০:৩২:৩৩ রাত
খুব সাধারণ একটা পাঞ্জাবি, ছাই রঙের প্যান্ট... টাখনু বরাবর। মুখে ছোট করে ছাটা চাপদাড়ি... আর ঠোট দুটোর ভেতরে থাকা উজ্জ্বল দাঁতগুলো কিছুক্ষণ পর পরই উঁকি দিচ্ছিল। নাম টা অনেকদিন ভুলে ছিলাম... সেই ১৯৯৯ সালের দিকে বোধহয়। বরিশাল বিভাগীয় পর্যায়ে হামদ ও নাতে প্রথম হয়ে যেইবার ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে এসেছিলাম সেবার পরিচিত হলাম।
বাসের মধ্যে হুট করে বলল... বান্না ভাই, চলেন আমরা একটা কিছু করি, এই যে আজকে যাদেরকে দেখছেন শিল্প সাহিত্য কিংবা পত্রিকা চ্যানেল করছে তারা আমাদের মতই ছিল একদিন, আড্ডা টাড্ডা দিতো, হয়ত একসময় একজোট হয়ে কিছু করেছে... আমরাও চলেন কিছু করি...
মোবাইলে ১ মিনিটের দাম তখন ৭টাকা... আম্মুর কাছ থেকে টাকা নিয়ে ডায়রিতে লেখা নাম্বারটাতে ফোন করতাম। ঐ প্রান্ত থেকে ছেলেটি বলতো... অনেক যন্ত্রণা, বুকের ভেতর প্রচণ্ড জালাপোড়া করে, চলেন না কিছু করি এই সমাজ ও দেশটার জন্য, একা একা তো আর করা যায় না। আমি বলতাম জাহিদ ভাই, ইনশা'আল্লাহ কিছু করবো...
পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ডের যেমন একটা উপসংহার থাকে- তেমনি আমাদের যোগাযোগের উপসংহার হয় মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলার মাধ্যমেই। আজ প্রায় অনেক বছর পরে বাসের ভেতর অজস্র শহুরে মানুষের ভিড়ে হটাত মনে হল পেছন থেকে কেউ একজন বলছে, বান্না ভাই, চলেন কিছু একটা করি। পেছন ফিরে দেখি নাহ... পেছনে অন্য কেউ।
আমি জানিনা ছেলেটা কোথায় আছে... হয়ত হাজার মানুষের ভিড়ে আজো সেই "কিছু" একটা না করতে পারার যন্ত্রণা নিয়ে বেঁচে আছে, অথবা সত্যিই সে কিছু একটা করেছে বা করছে...
আর আমি?? কিছু একটা করবো বলে আরও একটি পদক্ষেপ সামনে বাড়িয়ে পথ হেটে যাই শহুরে-পনার বিরামহীন এই আন্দোলিত পদযাত্রায়।
কেবল কিছু একটা করবো বলেই আমিও বেঁচে আছি...
বিষয়: সাহিত্য
১৪৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন