এরা কি ঘাস খেয়ে গবেষণা করে না কি??
লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ৩১ মে, ২০১৩, ১২:১০:০২ রাত
এইসব গবেষক, বিশ্লেষক আর চিকিৎসকরা কি মনে করে তাদের চিকিৎসার প্রয়োজন নেই?? মাথা থেকে মগজটা বের করে যথার্থ মানসিক চিকিৎসা করে ধুয়ে মুছে আবার সেট করে দেয়া দরকার...
এরা কি ঘাস খেয়ে গবেষণা করে না কি??
প্রকৃতি বিরুদ্ধ এই "সম্পূর্ণরূপে স্বাভাবিক ও স্বাস্থ্যকর" প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়া থেকে জনসংখ্যা কমানোর ধান্দা করছে আন্তর্জাতিক সেই চক্র যারা "নিউ ওয়ার্ল্ড অর্ডারের" চালক...
এখন ধরছে মুসলমানদেরকে... ইসলাম- সন্তান জন্মদান এবং তাদেরকে পর্যাপ্ত প্রতিপালনের মাধ্যমে সুনাগরিক ও সৎকর্মশীল চমৎকার মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে অত্যাধিক উৎসাহ প্রদান করেছে, যার ফলে দুনিয়ায় মুক্তিকামী স্বাধীনচেতা ভালো মানুষের সংখ্যা বেড়ে যাবে-এবং এটাই দুশ্চিন্তার বড় কারণ।
বলে কয়ে তো অনেক চেষ্টা করলো "ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট" এরপর বলল- "দু'সন্তানে সুখ রয় একটি হলে ভাল হয়"...
সমস্যা হইলো, নারী পুরুষে বিয়া করে ফেললে তো ৪/৫ টা না হোক, নিতে না চাইলেও এক্সিডেন্টালি ১/২ টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে... আর সম-বিবাহে সেই ঝামেলাও নাই...
লে হালুয়া...
আমি যদি আজকে বলি, খুন করাটা ১০০ তে ১ জন মানুষের জন্মগত স্বভাব এবং তার সেই স্বাধীনতা পাওয়া উচিত তাহলে কি সেটা কে কেউ সাপোর্ট করবে?? কেন করবেনা??
যদি বলি নিজের সুন্দরী বউ থাকার পরেও অন্য নারীর প্রতি আকর্ষীত হওয়া ২% মানুষের স্বাভাবিক এবং অত্যান্ত জেনেটিক স্বভাব, এবং পশু পাখিদের মধ্যে এই প্রবণতা থাকায় এটা পুরাই প্রাকৃতিক একটা ব্যপার... এবং সুস্থ ও স্বাস্থ্যকর আচরণ... এর বৈধতা চাই... দিতে হবে দিয়ে দাও...
বৈজ্ঞানিক স্ট্যাটিস্টিক যা মনচায় তা একটা বানিয়ে দিলো, আর আমরাও কি পাবলিক... সাদা চামড়ার বিজ্ঞানী বলছে?? আল্লাহ!! এটা অবশ্যই হাছা কথা... নির্বুদ্ধিতা আর কাকে বলে???
বিডি নিউজের ওপেনিয়নে এনিমেল ইথিক্সের গবেষকের সেই লেখা
বিষয়: বিবিধ
১৮৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন