নতুন ভাবে নতুন বছর
লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ০১ জানুয়ারি, ২০১৩, ০১:১১:৩২ রাত
মুহুর্মুহু পটকা ফুটছে, হৈহুল্লুরে চারিদিকে মাতন উঠেছে। বর্ষবরণের হেব্বি একটা আমেজে উল্লাসিত তারুণ্য। এইসব বেসামালদেরকে সামাল দিতে প্রস্তুত হচ্ছে নিরাপত্তা বাহিনী। ঘোষনা দিয়েছে আজকে নতুন বছর সবাই যার যার ফ্যমেলির সঙ্গে উদযাপন করুন। অনেকেই নিয়ম ভাংবে, অতিক্রম করবে সমস্ত শিষ্টাচার। কিন্তু চুপি চুপি কেউ এইসব সোনালী সূর্যের মত অন্ধকারে ঠকঠক করে কাঁপতে থাকা মানুষদেরকে সামান্য উষ্ণতা বিলাতে রাস্তায় বেরিয়ে পরবে।
[img|https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/536135_503443926345048_521254989_n.jpg]
এরাও তরুন, এদের মাঝেও আছে বাঁধ ভাঙ্গার শক্তি, কিন্তু সেই শক্তি কাজে লাগিয়ে তারা বাঁধ ভাংতে যায়না, তারা শীতের কামড় থেকে লোকদেরকে রক্ষা করতে এক নতুন বাঁধ নির্মানে এগিয়ে চলছে।
কাপড় বাছাইয়ে ব্যস্ত স্বেচ্ছাসেবকরা। যাদের অক্লান্ত পরিশ্রমে শতাধিক মানুষকে একাধিক গরম কাপড় দেয়া সম্ভব হয়েছে।
প্রতিটি পরিবারের হিসেব নিয়ে আসছে নিজেরাই কাগজে কলমে। প্রত্যেকের জন্য কাপড় নিশ্চিত করণ।
বাছাই শেষে উৎকৃষ্ট কাপড়গুলোকে দেয়ার জন্য প্যকেটজাত করা হচ্ছে।
চার তলা থেকে কাঁধে করে বস্তা নামিয়ে নিয়ে আসছে একজন।
নির্মল হাসি, শেল্টার অব সৌল মানুষের হৃদয়ের ভালোবাসায় শিক্ত
যখন দেয়া হচ্ছিলো তখন মনে হচ্ছিলো টি এস সি, কিংবা শাহাবাগের মোড়ের উল্লাসিত নারী পুরুষের চেয়ে এরাই বেশী খুশি, নতুন বছরের আগমনে। আর ভলান্টিয়ারদের হৃদয় জুড়ে অপার্থীব একটি আনন্দ। আল্লাহ তাদের কাজগুলোকে দেশ ও জনগণের কল্যাণে কবুল করুন।
অন্য একদিন তাদের উত্তরবঙ্গ সফরের গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ।
যারা সময়ের সাথে সাথে এইসব ক্ষুদে সমাজ সংস্কারকদের সাথে সম্পৃক্ত থাকতে চান তারা অনুগ্রহ করে ফেইসবুকে তাদের পেইজে লাইক দিয়ে সাথে সংযুক্ত হোন।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন