২৫ মার্চ কালরাত্রি

লিখেছেন লিখেছেন ভরত পাখি ২৬ মার্চ, ২০১৩, ০১:১০:১৩ দুপুর

২৫ মার্চের রাত্রিকে এই জাতি চিহ্নিত করেছে ইতিহাসের সবচেয়ে তমসাচ্ছন্ন রাত্রি হিসেবে। কালরাত্রি রূপে। এটি কালরাত্রি বলা হয় দুটি কারণে। এক. এই রাত্রিতে এই জনপদের নিরস্ত্র ও নিরীহ সাধারণ মানুষের ওপর পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীর নৃশংসতম হত্যাযজ্ঞ শুরু হয়। চাপিয়ে দেওয়া হয় জনগণের ওপর শতাব্দীর সবচেয়ে অসম যুদ্ধ। এক হিসাবে বলা হয়েছে, সে কালরাত্রিতে শুধুমাত্র ঢাকা নগরীতেই প্রায় ৫০ হাজার নরনারীর প্রাণহানি ঘটে এবং তাও এমন এক সময় যখন কর্মক্লান্ত সাধারণ মানুষ ঘুমে অচেতন। দুই. জাতীয় ইতিহাসের এই দুর্যোগময় মুহূর্তে জাতীয় নেতৃত্ব জনগণকে কোনো দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়ে ব্যস্ত রইলেন আত্মগোপনে। এর আগে তিন সপ্তাহব্যাপী আন্দোলনে গণমনে পাকিস্তানবিরোধী উন্মাদনা চরমে ওঠে। বলদর্পী ইয়াহিয়া খানের ১ মার্চে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার ফলে সবার অলক্ষ্যে ছয় দফা দাবি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। পাকিস্তানের ঘাতক বাহিনী যে প্রতিশোধ গ্রহণে উন্মত্ত হয়ে উঠবে তা জাতীয় নেতৃত্বের অনুধাবনে আসেনি। ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে প্রথম শিকার হলেন হাজার হাজার সাধারণ মানুষ। নির্মমভাবে নিহত হন তারা। কোনো কিছু বোঝার আগেই। কোনোরূপ সাবধানতা অবলম্বনের আগেই। এই মৃত্যু যে কত করুণ, কত নির্মম তা এ জনপদের মানুষই জেনেছেন।

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File