সমালোচনা

লিখেছেন লিখেছেন ভরত পাখি ২৬ মে, ২০১৪, ০৩:০০:৩৪ দুপুর

ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, খাতায়ে বুজুর্গা গিরিফতন খাতা আস্ত। এর মানে হলো বুজুর্গদের দোষ ধরা দোষ। এটাকে চ্যালেঞ্জ করেন মাওলানা মওদুদী। জামাতে ইসলামীর গঠনতন্ত্র পড়েছিলাম। সেখানে তখন একটা বাক্য এ রকম ছিল, (জানিনা এটা এখন আছে কি না) আল্লাহর রাসুল ছাড়া কাউকে সমালোচনার উর্ধে মনে করতে নেই। মাওলানা মওদুদী তার ইসলামী রেনেসাঁ আন্দোলন পুস্তকে আগের যুগের বড় বড় মুজাদ্দিদের কার্যপ্রণালীর অনেক সমালোচনা করেছেন।

কিন্তু জামাতে ইসলামী মাওলানা মওদুদী এবং তাদের সংগঠনের সমালোচনা সহ্য করতে পারে না। সমালোচকদের তারা কঠোর ভাষায় আক্রমণ করে। সে আক্রমণ ঈমান এবং দৈহিক আক্রমণ পর্যন্ত পৌঁছে। এর কারণ কি?

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226429
২৬ মে ২০১৪ দুপুর ০৩:৩৪
থার্ড আই লিখেছেন : ভালো লাগলো
226436
২৬ মে ২০১৪ দুপুর ০৩:৪৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সমালোচনা সহ্য করা উচিত। নইলে গণতন্ত্র থাকে না।
226451
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৩১
ছিঁচকে চোর লিখেছেন : জামাইত্তারা তো মানুষ না। এরা মওদুদীরে নবীর সাথে তুলনা করে।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
173432
জুলকারনাইন সাবাহ লিখেছেন : আপনি একটা পাগল না হলে এমন জঘন্য অভিযোগ করতে দুনিয়ায় ফার্স্ট হতেন না?

আর আপনি শিক্ষিত হলে এর প্রমাণ হাজির করেই লেখতে আসতেন-সময় আছে একটা প্রমাণ দিয়ে বাপের সাজুন নয়তো চোর আছে এবার চুরি পরে ছুড়ি সাজুন মানাবে?
আমি ১৯৭৭ সাল থেকে জাম্যাতে আছি---আপনি বেশি জানলেন কেমনে?
226456
২৬ মে ২০১৪ বিকাল ০৪:৪৩
জুলকারনাইন সাবাহ লিখেছেন : এমন শিক্ষা সেখানে শেখানো হয়না, কোনো বইয়েও নেই। বরং গঠনমুলক সমালোচনা বা ইহতেসাব জামায়াতের প্রাণ।

তাই আপনার এটা তুহমত মাত্র। কারো ব্যক্তি আচরণকে জামায়াত বলে চালিয়ে দেয়া জুলিম এবং মহাপাপ।
226520
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
ইয়াফি লিখেছেন : বাংলাদেশে আস্তিক, নাস্তিক, কম্যুনিষ্ট,প্রগতিশীল, তাবলীগি, দেওবন্দী, বেরেলভী সবাই মিলে শুধু জামায়াত-শিবিরকে নিয়ে যে সমালোচনা, আক্রমণ, অপবাদ ও কুতসা রটনা করে, আল্লাহ তাঁদের ধৈর্য্যের সীমা বাড়িয়ে না দিলে হয়তো এতদিনে সংগঠনদ্বয়ের অস্তিত্বই থাকতোনা!
226606
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ছাগলের মত শুধু ম্যা করে উঠলে তো হবে না।
((কিন্তু জামাতে ইসলামী মাওলানা মওদুদী এবং তাদের সংগঠনের সমালোচনা সহ্য করতে পারে না। সমালোচকদের তারা কঠোর ভাষায় আক্রমণ করে। সে আক্রমণ ঈমান এবং দৈহিক আক্রমণ পর্যন্ত পৌঁছে।)))আপনার এই কথাগুলোর উপযুক্ত প্রমাণসহ যুক্তিভিক্তিক আলোচন‍া নিয়ে আসেন, নইলে এগুলো সেই ম্যাই থেকে যাবে।
227240
২৮ মে ২০১৪ রাত ০৩:৪৬
ভরত পাখি লিখেছেন : মানুষের ভাষা তাদের মান কতটুকু এর মাপকাঠি। আমি যা বলেছি তা যে সত্য এর প্রমাণ আপনাদের ভাষা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File