মাহবুবুল আলম হানিফের পরিবার কি শেষমেশ দেশ ছাড়লেন?
লিখেছেন লিখেছেন নয়ন খান ২৮ ডিসেম্বর, ২০১২, ১১:২২:৫১ রাত
গত ১৫ ডিসেম্বর, ২০১২ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের স্ত্রী, সন্তান আরো দুইজন ছাত্রলীগ ক্যাডারসহ দেশ ছেড়েছেন। টার্কিশ এয়ারলাইনস যোগে ইস্তাম্বুল হয়ে তারা এখন টরোন্টোতে।
এয়ারপোর্ট সূত্রে জানা গেছে প্লেনে তাদের বোর্ডিং করতে কড়া নিরাপত্তা ও গোপনীয়তার আশ্রয় নেয়া হয়। মোহাম্মদ ইসলাম নামের এক প্যাসেন্জার যে কিনা ওই এয়ারলাইনসের যাত্রী ছিলেন তিনি জানান, প্লেন উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বন্ধ এক দরজা পূনরায় খুলে এই চারজনকে প্লেনে ঢোকানো হয়। সিট দেয়া ফার্স ক্লাসে। টার্কিশ এয়ারলাইনস ও মাল্টি ন্যাশনাল কোম্পানী রোশের কান্ট্রি ম্যানেজার মি: জাহিদ টিকিট ম্যানেজ করতে সাহায্য করেন। তিনি আরো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানী রেডিয়্যান্টেরও মালিক।
উল্লেখ্য, মাহবুবুল আলম হানিফ নিজে ও তার পরিবারের জন্য ইনভেস্টর ক্যাটাগরিতে কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা লাভে সক্ষম হয়েছেন। তার বড় ছেলে টরন্টোর এক কলেজে ভর্তি হয়েছেন। গ্রেটার টরন্টোতে একটি বাড়ীও কিনেছেন বলে সূত্র জানায়। পিয়ারসন এয়ারপোর্টে তার স্ত্রীকে কতদিন এদেশে থাকবেন বলে প্রশ্ন করলে তিনি জানান, বেশ কিছুদিন।
http://bdinn.com/news/hanifs-family-fled-bangladesh/
বিষয়: বিবিধ
১৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন