অশ্লীল কবিতা লিখেই মৃত্যুবরণ করলেন মাহাবুবুল হক শাকিল!

লিখেছেন লিখেছেন নয়ন খান ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৮:৪৪ রাত



এলা, ভালবাসা, তোমার জন্য

কোন এক হেমন্ত রাতে অসাধারণ

সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।

তৃপ্ত সময় অখন্ড যতিবিহীন ঘুম দিবে।

তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,

তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।

তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,

আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।

মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,

নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।

হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,

তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।ভালবাসা, তোমার জন্য

----------------------

কোন এক হেমন্ত রাতে অসাধারণ

সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।

তৃপ্ত সময় অখন্ড যতিবিহীন ঘুম দিবে।

তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,

তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।

তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,

আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।

মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,

নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।

হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,

তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।

বিষয়: বিবিধ

১৬৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380515
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৩৬
জেদ্দাবাসী লিখেছেন : "মৃতদের কান্নার কোন শব্দ থাকে না,কবরের কোন ভাষা নেই। হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি।"

মৃত ব্যাক্তির জন্য শুভ কামনা।
ধন্যবাদ।


380524
০৭ ডিসেম্বর ২০১৬ সকাল ০৬:৪৭
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : তার জন্যই শুধুই একরাশি আফসোস
380529
০৭ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:০৯
হতভাগা লিখেছেন :
তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,

তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।

তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,

আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।


০ বোঝাই যাচ্ছে যে তার প্রেমিকা তাকে ডাম্প করেছে । সে লুজার ছিল।
380531
০৭ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৩৭
আবু জান্নাত লিখেছেন : আফসোস!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File