"২২ জন অতিরিক্ত সচিবের ১৪ জনই হিন্দু" অসম রিক্রুট এমনি এমনি না!

লিখেছেন লিখেছেন নয়ন খান ০৭ জুন, ২০১৬, ০৮:০৩:০৫ রাত



পুরান খবর তবুও নতুন করে দিচ্ছি। এটা সারা দেশের একটি খন্ডিত চিত্র। খ্রীস্টান, মুসলমানদের পুলিশ বা আইএস বা জংগী নাম নিয়ে একের পর মারছে কেন তা এসব থেকেই আঁচ করা যায়।

ভারতের কট্টর মৌলবাদী দল শিব সেনা ও বজরংগ পার্টির শত শত সশস্ত্র শাখা রয়েছে, যেখানে আর্মস ট্রেনিং দেয়া হয়। তারা প্রকাশ্যে অস্ত্রসহ মিছিল করে। এসব পত্রিকায় এসেছেও। মুসলমান, খ্রীস্টানদের বিরুদ্ধে শ্লোগান দেয়, কিভাবে হত্যা করতে হবে তার মহড়া দেয় এবং সে মোতাবেক হত্যাও করছে। এদেরই মোদী সরকার রিক্রুট করছে কাশ্মীরে, হায়দারাবাদে, এখন পাঠাচ্ছে বাংলাদেশে। যাদের কাজই হল বাছাই করে করে হত্যা করা। হিন্দুদের মধ্যে যারা তাদের ভাষায় সনাতনী না, তাদেরকেও ছাড়ছে না।

২২ জন অতিরিক্ত সচিবের ১৪ জনেই হিন্দু:

১ জনাব মো আনোয়ারুল ইসলাম সিকদার , এনডিসি (২১১৯) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জনপ্রশাসন মন্ত্রনালয়

২ তপন কুমার কর্মকার (৩৪৩৯) অতিরিক্ত সচিব , অর্থ বিভাগ , অর্থ মন্ত্রনালয়

৩ ড. রাখাল চন্দ্র বর্মন (৩৯৩২) অতিরিক্ত সচিব , স্বরাষ্ট্র মন্ত্রনালয়

৪ জনাব এ এস এম মাহবুবুল আলম (৩৫৫৩) অতিরিক্ত সচিব , তথ্য মন্ত্রনালয়

৫ জনাব মোখলেসুর রহমান (৩৫৯২) অতিরিক্ত সচিব ,নির্বাচন কমিশন সচিবালয়

৬ জনাব আব্দুর হকিম (৩৭১৬) অতিরিক্ত সচিব ) জনপ্রশাসন মন্ত্রনালয় সংযুক্ত

৭ জনাব ফয়েজ আহমেদ ভঁুইয়া ((৭১৮২) ওয়াকফ প্রশাসক, (অতিরিক্ত সচিব) ওয়াকফ প্রশাসকের কার্যালয় , ঢাকা

৮ জনাব মানবেন্দ্র ভৌমিক (৩৫৮৬) অতিরিক্ত সচিব , খাদ্য মন্ত্রনালয়

৯ জনাব পুনাব্রত চেৌধুরী (৩৬১৬) অতিরিক্ত সচিব , ভুমি মন্ত্রনালয় সংযুক্ত

১০ জনাব নিখিল চন্দ্র দাস (২১৩৭) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা , অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রনালয় সংযুক্ত

১১ জনাব জ্যোতির্ময় দত্ত (৪৫০৪) অতিরিক্ত সচিব , স্বরাষ্ট্র মন্ত্রনালয় , সংযুক্ত

১২ জনাব বেগম ইতি রানী পোদ্দার (৪৬৫৫) অতিরিক্ত সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সংযুক্ত

১৩ জনাব অমিত কুমার বাউল ((৪৬৯৩) অতিরিক্ত সচিব, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় সংযুক্ত

১৪ জনাব এ এফ আমিন চেৌধুরী (৪৭৩৫) অতিরিক্ত সচিব , অর্থ বিভাগ , অর্থ মন্ত্রনালয় সংযুক্ত

১৫ জনাব অশোক কুমার বিশ্বাস ((৪৭৪৪) অতিরিক্ত সচিব , শিক্ষা মন্ত্রনালয় সংযুক্ত

১৬ জনাব সত্র ব্রত সাহা (৪৭৪৭) অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সংযুক্ত

১৭ জনাব সুশান্ত কুমার সাহা (৪৭৯০) অতিরিক্ত সচিব , তথ্য ও যোগায়োগ বিভাগে সংযুক্ত

১৮ জনাব কফিল উদ্দিন (৪৯০৩) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা , অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রনালয়

১৯ বেগম তন্দ্রা শিকদার (৪৯৭২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা , অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রনালয়

২০ বেগম কে এফ এম পারভিন আকতার (৫০২৭) অতিরিক্ত সচিব , মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়

২১ জনাব সুধাকর দত্ত (৭২৯৪) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা , অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রনালয়

২২ জনাব জ্ঞান রঞ্জন শীল (৭২৮৯) পরিচালক (অতি: সচিব) বাংলাদেশ অভ্যন্তরীণ নেৌ-পরিবহন কর্পরেশন ,ঢাকা

#মাইনরটিইসলামইনমুসলিমমেজরটিবাংলাদেশ #MinorityIslamInMulismMajorityBangladesh

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371287
০৭ জুন ২০১৬ রাত ০৮:২৩
শেখের পোলা লিখেছেন : অন্ততঃ ৮ জনতো আছে? আর কদিন পরে একজনও থাকবে না। হয়ত আল্লাহ এ ভাবেই বাঙ্গালী মুসলমানদের শিক্ষা দেবেন।
০৮ জুন ২০১৬ রাত ১২:১৭
308109
নয়ন খান লিখেছেন : হুম!
371289
০৭ জুন ২০১৬ রাত ০৮:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৮ জুন ২০১৬ রাত ১২:১৮
308110
নয়ন খান লিখেছেন : পড়ার জন্য দুষ্ট পোলাকেও ধন্যবাদ
371297
০৭ জুন ২০১৬ রাত ১০:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কদিন পর দেশ নিয়ন্ত্রণ করবে হিন্দুরা আর রাজত্বে থাকবে দাদাবাবুরা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File