চলে গেলেন নিজামীর আরেক সাথী, সাঁথিয়ার প্রিয় মুখ আকমল স্যার!
লিখেছেন লিখেছেন নয়ন খান ০৩ জুন, ২০১৬, ০৯:৩৫:১৯ রাত
আকমল স্যার কেমন ছিলেন তাঁর জানাযায় নীচে আওয়ামী লীগের নেতাদের উপস্তিতিই এর উত্তর বলে দেয়।
এমন কোন মামলা নাই যে তাঁর বিরুদ্ধে ঠ্যালা বাহিনীর এক সময়ের সর্দার এই টুকু দেয় নাই।
স্যারের সাথে সর্বশেষ যেদিন কথা হয় (তা প্রায় বছর খানেক আগে তো হবেই), বললেন, হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ কি নাই, সবই নাকি আমি করেছি। এমনকি লালমনিরহাট পর্যন্ত গিয়ে করেছি!
সাঁথিয়া থেকে লালমনিরহাট! চিন্তা করে দেখুন কত দুরে গিয়ে একজন কলেজ অধ্যাপক ভাংচুর করেছেন, রিক্সা ভেঙেছেন, বাসে আগুন দিয়েছেন, মানুষ হত্যা করেছেন! আওয়ামী লীগ সবই পারে। সর্বসাকুল্যে আঠার কি উনিশটা মামলা মাথায় নিয়ে গতকাল স্ট্রোক করে মারা গেলেন প্রিয় আকমল স্যার।
উনাকে যাঁরা চেনেন, আমি আশা করি নিশ্চিত তাঁরা সাক্ষ্য দিবেন কত সফেদ মনের মানুষই না তিনি ছিলেন! সারাক্ষণ মুখে হাসি লেগেই থাকত! দলীয় গন্ডীর মধ্যে সীমাবদ্ধ তিনি ছিলেন না। ক্লান্তি যেন তাঁকে কখনো স্পর্শ করেনি, কঠিন অবস্থার মধ্যেও তাঁর মুখে রসিকতা লেগে থাকত। কি আওয়ামী লীগ, বিএনপি সবার সাথেই সমান আচরন করতেন।
কিন্তু কত হেনস্থার মধ্যেই না স্যার পার করলেন তাঁর জীবনের শেষ দিনগুলি! ডায়াবেটিকসের রোগী। পালিয়ে থাকতে হয়েছিল দিনের পর দিন, ঠিকমত নাওয়া-খাওয়া নেই, এর উপর ছিল গরীব কর্মীদের জন্য পেরেশানী। কিভাবে বিদেশে অবস্থানরত ভাইদের কাছ থেকে টাকা তুলে তাঁদের সাহায্য করা, ইত্যাদি।
সাঁথিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক ছিলেন, ছিলেন থানা জামায়াতের সেক্রেটারী। সাঁথিয়াতে শুন্য অবস্থা থেকে জামায়াতকে এ পর্যায়ে নিয়ে আসতে যাঁদের অবদান, তিনি তাঁদের মধ্যে শীর্ষে। মাওলানা নিজামীর শাহাদাতের মাত্র ১৭ দিনের মাথায় তাঁরই এক ঘনিস্ঠ সহচরের প্রস্থান অথবা পরজগতে মিলন সত্যিই বিষ্ময়কর!
আল্লাহ রাব্বুল 'আলামীন তাঁর পথের সিপাহশালাদেরকে জান্নাতে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
বিষয়: রাজনীতি
১৬৬০২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহতায়ালা তাঁকে জান্নাতের মেহমান করে নিন!!
আল্লাহতায়ালা তাঁকে জান্নাতের মেহমান করে নিন!!
মন্তব্য করতে লগইন করুন